X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

একাদশে আসছে পরিবর্তন, কারা খেলছেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ২৩:৪৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২৩:৪৭

টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে চট্টগ্রামের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে ‘নিয়ম রক্ষার’। তবে বিশ্বকাপ সুপার লিগ চালু হওয়ায় এই ম্যাচের গুরুত্বও কম নয়। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার ব্যাপারও আছে। সোমবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচটিতে স্বাগতিকদের একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, টি স্পোর্টস ও নাগরিক টেলিভনে।

চট্টগ্রামের শেষ ওয়ানডে ১০ বছর আগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে দুই দলকে। ২০১১ সালে সিরিজ হেরে চট্টগ্রামে গিয়ে প্রতিশোধ নিয়েছিল বাংলাদেশ। ওই বছর ১৮ অক্টোবর তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করেছিল মাত্র ৬১ রানে। সাকিব আল হাসানের স্পিনে কুপোকাপ হয়েছিল ক্যারিবীয়রা, ১৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন তিনি। এবারের শেষ ওয়ানডেতেও সাকিবের কাছে এমন কিছুর প্রত্যাশা থাকছে।

শেষ ওয়ানডেতে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামার সম্ভাবনা বাংলাদেশ দলের। শেষ দুই ওয়ানডেতে খেলা বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। মোস্তাফিজুর রহমানের জায়গায় অভিষেক হতে পারে যুব বিশ্বকাপজয়ী দলের পেসার শরিফুল ইসলামের। এছাড়া মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দিয়ে শেখ মেহেদী হাসানের অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া এই মুহূর্তে দলের ‘ফিনিশার’ হিসেবে ভাবা সৌম্য সরকারের বদলে সুযোগ হতে পারে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের।

কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামলেও বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল শেষ ম্যাচ থেকেও ১০ পয়েন্ট নিতে বদ্ধপরিকর। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আগামীকালের (সোমবার) ম্যাচটি গুরুত্বপূর্ণ। হ্যাঁ আমরা সিরিজ জিতেছি কিন্তু যেটা আমি বললাম, আরও ১০ পয়েন্ট বাকি আছে জেতার জন্য। আমাদের ড্রেসিং রুমে সবাই ক্ষুধার্ত, ভালো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। যারা দলে সুযোগ পাচ্ছে না, তাদেরও ভালো করার সামর্থ্য রয়েছে। আমি নিশ্চিত তৃতীয় ওয়ানডেতে কিছু পরিবর্তন আসবে দলে।’

টানা দুই ম্যাচ জেতার পরও উন্নতি দেখছেন তামিম, ‘আমি নিশ্চিত উন্নতির অনেক জায়গা আছে। নিখুঁত ম্যাচ খেলা খুবই কঠিন। আমার মনে হয়, শেষ ম্যাচে আমরা তিন ডিপার্টমেন্টেই উন্নতি করতে পারবো। আমরা আরেকটু ভালো বোলিং করতে পারি, আরেকটু ভালো ফিল্ডিং করতে পারি। ব্যাটিংয়ে আমরা ভালো শুরু পাচ্ছি, কিন্তু সেটিকে বড় করতে পারছি না, শেষ করতে পারছি না- এই জায়গাগুলোতে আমাদের উন্নতি করে যেতে হবে।’ 

টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারানো ওয়েস্ট ইন্ডিজ খালি হাতে শেষ করতে চায় না। দলটির প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন, ‘আমরা এখানে এসেছিলাম ৩০ পয়েন্টের জন্য। এখনও এই সিরিজ থেকে ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে আমাদের। সবচেয়ে বড় ব্যাপার হলো উন্নতি করা। ১২২ রানের পর আমরা ১৪৮ করেছি। কিন্তু আমাদের ২৩০-২৫০ রান করতে হবে, যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। বোলারদের লড়াই করার জন্য তো কিছু দিতে হবে... অবশ্যই ১০ পয়েন্ট চূড়ান্ত লক্ষ্য।’

এদিকে শেষ ওয়ানডে ঘিরে চট্টগ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছিল বন্দরনগরী। এরপর গত বছরজুড়ে করোনার তাণ্ডবে নির্বাসিত ছিল আন্তর্জাতিক ক্রিকেট। অবশেষে ১৬ মাস পর ফের আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশের পয়মন্ত ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা