X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অপহরণের পর মুক্তিপণ দাবি, ৮ জনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ১৭:১৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৭:২০

রাজধানী বংশালের ইমরান নামে এক ব্যক্তিকে অপহরণের পর ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি করার ঘটনায় দায়ের করা মামলায় আট জনের ১৫ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৫ জানুয়ারি) ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. জুয়েল মিয়া, মো. বাপ্পি, তানজিদ শিকদার ওরফে প্রান্ত, সাঈদ হোসেন হোসেন ওরফে রনি, মো. আব্দুল্লাহ রাহিম ওরফে সবুজ, নুরুল ইসলাম ওরফে রবিন, মো. ইমরান হোসেন ও মো. গোলাম হোসেন ওরফে রাকিব।

সাঈদ হোসেন ওরফে রনি ছাড়া বাকি সকল আসামিরা পলাতক।

বিচারক রায়ের আদেশে উল্লেখ করেন, দণ্ডবিধির ৩৬৪ ধারায় আট আসামিকে দোষী সাব্যস্ত করে ১০ বছর এবং ৩৮৫ ধারায় ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়। তবে দুটি সাজা একসঙ্গে চলবে বলে। সেক্ষেত্রে আদালত তাদের ১০ বছরের কারাভোগের আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়,গত ২০১৫ সালের ২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে ফুল গাছ লাগানোর জন্য মাটি আনতে সাত রোওজা এলাকার উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি ইমরান। রাত ১১ টার দিকে একটি মোবাইল থেকে ফোন দিয়ে ইমরানকে ফেরত পেতে ৩ কোটি টাকা দাবি করে অপহরণকারীরা। পুলিশ বা আইন প্রয়োগকারী কোনও সংস্থাকে বিষয়টি জানালে অপহরণকারীরা ইমরানকে মেরে ফেলার হুমকি দেয়। পরের দিন (৩ তারিখ) অপহরণকারীরা আবার ফোন দিয়ে টাকাগুলো তাদের সুবিধাজনক স্থানে না রাখলে ইমরানকে মেরে ফেলার হুমকি দেয়। ইমরানের বাবা আসলাম তাদের ৮০ লাখ টাকা দিতে রাজি হয়। ওই দিন বংশাল থানায় একটি জিডি করে তার বাবা। পরে ইমরানের পরিবার র‌্যাব-১০ এ যায়। র‌্যাবের নির্দেশে ইমরানের বাবা অপহরণকারীদের সঙ্গে টাকা দেওয়ার বিষয়ে যোগাযোগ করে। অপহরণকারীরা টাকাগুলো কেরানীগঞ্জ মডেল থানাধীন জিঞ্জিরা ফেরিঘাটে নৌকার মধ্যে রেখে আসতে বলে। ইমরানের বাবা সেখানে টাকা রেখে আসে। র‌্যাবের অফিসাররা সেখানে সাদা পোশাকে আড়ি পেতে থাকে। এক অপহরণকারী টাকাগুলো আনতে গেলে র‌্যাব সদস্যরা টাকার ব্যাগসহ তাকে আটক করে। তার দেয়া তথ্য মতে র‌্যাব আরও ৬ জনকে বংশাল থানাধীন ৯২ আগা সাদেক রোড এলাকা থেকে আটক করে। অপহরণকারীদের স্বীকারোক্তি মোতাবেক নির্মাণাধীন হাবিব টাওয়ারের নীচ তলা থেকে ইমরানকে উদ্ধার করা হয়।

৪ জুলাই ইমরানের চাচা ব্যবসায়ী আতিকুর রহমান বংশাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ২২ অক্টোবর ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। মামলাটির বিচার চলাকালে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া