X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

উচ্ছেদের নামে ব্যবসায়ীদের পেটে লাথি: মুক্তিযুদ্ধ মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ১৮:৫২আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৮:৫২

করোনা সংকটের মাঝে ঢাকার দুই মেয়র (উত্তর ও দক্ষিণ) অবৈধ উচ্ছেদের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি মেরে পথে বসিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করেছে সংগঠনটি। অন্যথায়, সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

সোমবার (২৫ জানুয়ারি) বিকালে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।

মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন লিখিত বক্তব্যে বলেন, সিটি করপোরেশনের আওতাধীন জায়গার অবৈধ দোকান ও বাড়ি উচ্ছেদ করা সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব। আমরাও চাই, ঢাকা শহরসহ সমগ্র দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হোক। কিন্তু সেই উচ্ছেদ অভিযান করোনা সংকটকে বিবেচনা করে যৌক্তিক সময়ে পরিচালনা করা উচিত ছিল। করোনা মহামারি বিবেচনা না করে, কোনও যৌক্তিক সময় না দিয়ে এবং মানবিক দিক বিবেচনা না করেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অবৈধ উচ্ছেদের মাধ্যমে বুলডোজার দিয়ে হাজার হাজার দোকান গুঁড়িয়ে দিয়েছে। যার ফলশ্রুতিতে গুঁড়িয়ে দেওয়া দোকানগুলোর মালিক ও কর্মচারীরা পরিবার নিয়ে পথে বসে গেছেন।  করোনা মহামারিতে মানবিক দিক বিবেচনা করে সিটি করপোরেশনের উচিত ছিল— ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করে বা ক্ষতিপূরণ দেওয়ার পর উচ্ছেদ অভিযান পরিচালনা করা।  আমরা এই অভিযানের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

তারা আরও বলেন, দক্ষিণের মতো উত্তর সিটিও সম্প্রতি করোনা সংকটে বাড়ি ও দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন, যা অত্যন্ত অমানবিক। ঢাকার দুই মেয়রকে মনে রাখতে হবে, জনগণই কিন্তু সকল ক্ষমতার উৎস। জনগণই কিন্তু আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। জনগণের ট্যাক্সের টাকায় এই রাষ্ট্র পরিচালিত হয়। সুতরাং, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েই আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে।

বুলবুল ও মামুন আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সাধারণ মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। শোষিত- বঞ্চিত- নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন। জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করতে হলে অবশ্যই সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। করোনা দুর্যোগকালীন দুই সিটি করপোরেশনের উচিত ছিল, জনগণের সুবিধা-অসুবিধার কথা বিবেচনা করেই উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া। কারণ, সিটি করপোরেশনের অমানবিক ও অযৌক্তিক সিদ্ধান্তের কারণে অনেক পরিবারের স্বপ্ন ভেঙেছে। পরিবারগুলোর দুঃখ-কষ্ট বাড়িয়ে দিয়েছে। যেখানে আমাদের প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের জন্যে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। বিদেশি নাগরিক রোহিঙ্গাদের মাথার ওপরে ছাদ দিয়েছেন। পর্যায়ক্রমে ৮ লাখ ৮০ হাজার গৃহহীনের জন্যে থাকার বাসস্থানের ব্যবস্থা করেছেন। সেখানে ঢাকার অভিভাবকরা শতশত ব্যবসায়ীর পেটে লাথি মেরে তাদেরকে সপরিবারে পথে বসিয়ে দিয়েছেন।

মঞ্চের এই দুই নেতা আরও বলেন,  সিটি করপোরেশনকে মানবিক দিক বিবেচনা করে সকল উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। এই উচ্ছেদ অভিযানের কারণে যেসব ব্যবসায়ী ও কর্মচারী করোনার এই দুঃসময়ে নিঃস্ব হয়ে পথে বসে গেছেন, তাদেরকে অবিলম্বে পুনর্বাসন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায়, সমগ্র দেশে আরও কঠোর কর্মসূচি পালন করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া