X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পরীক্ষার দাবিতে হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

হাবিপ্রবি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ১৯:২৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৯:২৩

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের শিক্ষার্থীরা সেমিস্টার ফাইনাল পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।

সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফাইনাল পরীক্ষার দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার নিয়ে একত্রিত হয় শিক্ষার্থীরা।

মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের শিক্ষার্থীরা পরীক্ষা না নিলে আগামী ৭দিন পর লাগাতার আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন।

আন্দোলনরত শিক্ষার্থী জামিল মুরাদ বলেন, ‘তুলনামূলকভাবে নতুন  বিশ্ববিদ্যালয়গুলো যদি  প্রথম বর্ষ থেকে শুরু করে শেষ বর্ষ পর্যন্ত  পরীক্ষার রুটিন প্রকাশ করতে পারে, আমাদের বিশ্ববিদ্যালয় কেন পারবে না? আমাদের ১৭ ব্যাচের আইডি কার্ডের মেয়াদ শেষ। কিন্তু আমরা এখনও পঞ্চম সেমিস্টারে অধ্যয়নরত। এই বৈষম্য  মেনে নেওয়া যায় না। আমরা আর হতাশায় ভুগতে চাই না। ১৬ ব্যাচের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে ১৭ ব্যাচের পরীক্ষার দাবি জানাই।’

ইমরান হোসেন আকাশ নামের অপর এক শিক্ষার্থী বলেন, ‘অনেকবার প্রশাসনের কাছে গিয়েও কোনও  সিদ্ধান্ত না পেয়ে আমরা হতাশ। আমাদের ১৭ ব্যাচের পরীক্ষা না নিয়ে যদি অন্য কোনও ব্যাচের পরীক্ষা নেওয়া হয়, তাহলে কঠোর আন্দোলন করা হবে। সেশন জটে আমরা জর্জরিত। পূর্বে স্মারকলিপি দিয়েও কোনও লাভ হয়নি।’

পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার বলেন, ‘আমরাও চাই বিশ্ববিদ্যালয় খুলে যাক কিন্তু  ইউজিসি কিংবা বিশ্ববিদ্যালয় একাডেমিক  কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়া পরীক্ষা নেওয়া কিংবা বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব নয়।’ করোনাকালীন সময়ে নতুন ভিসি না আসা পর্যন্ত সকলকে ধৈর্য ধরতে আহ্বান জানান তিনি।

৭ দিনের আল্টিমেটামের বিষয়ে বলেন, ‘এটি আমাদের এখতিয়ারের বাইরে, আন্দোলন করলেও আমাদের একাডেমির কাউন্সিল ছাড়া পরীক্ষা নেওয়ার সুযোগ নেই।'

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া