X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জিতেও চেলসির চাকরি হারালেন ল্যাম্পার্ড

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ১৯:৪২আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৯:৪২

চেলসি কোচের ‘হট’ চেয়ার সামলানো অত সহজ নয়! রোমান আব্রামোভিচের আমলে বরখাস্তের তালিকা শুধু লম্বাই হচ্ছে। এবার সেই তালিকায় যোগ হলো ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের নাম। মাত্র ১৮ মাসে চাকরি হারালেন স্টাম্পফোর্ড ব্রিজে খেলোয়াড় হিসেবে বর্ণিল ক্যারিয়ার গড়া সাবেক এই ইংলিশ মিডফিল্ডার।

রবিবার রাতেই এফএ কাপের চতু্র্থ রাউন্ড জিতেছে চেলসি ল্যাম্পার্ডের অধীনে। ট্যাবি আব্রাহামের হ্যাটট্রিকে লুটন টাউনকে ৩-১ গোলে হারিয়েছে তারা। এরপরও শেষ রক্ষা হয়নি। প্রিমিয়ার লিগে বাজে পারফরম্যান্সের মাশুল গুনতে হলো ল্যাম্পার্ডকে। আজ (সোমবার) তাকে বরখাস্তের খবর নিশ্চিত করেছে চেলসি। বিবিসির খবর, চেলসির কোচের চেয়ারে বসার দৌড়ে এগিয়ে কিছুদিন আগে প্যারিস সেন্ত জার্মেইয়ের চাকরি হারানো টমাস টুখেল।

গত সপ্তাহে লিগে লিস্টার সিটির কাছে হারা চেলসি সবশেষ পাঁচ ম্যাচে জিতেছে মোটে একটিতে। আর সবশেষ আট ম্যাচের হিসাব কষলে পাঁচটিতেই হেরেছে ব্লুরা। পয়েন্ট টেবিলে পেছাতে পেছাতে এখন রয়েছে ৯ নম্বরে। তাই ল্যাম্পার্ডের ওপর আর আস্থা রাখতে পারেনি আব্রামোভিচের মালিকানাধীন চেলসি।

এক বিবৃতিতে ইংলিশ ক্লাবটি জানিয়েছে, ‘এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল। মালিক ও বোর্ড সদস্যদের জন্য মোটেও সহজ কাজ ছিল না। কোচ হিসেবে ফ্রাঙ্কের অর্জনে আমরা কৃতজ্ঞ। তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স ও ফলাফল মোটেও ক্লাবের প্রত্যাশার সঙ্গে যায় না।’ বিবৃতির পরের অংশে যোগ করা হয়েছে, ‘ফ্রাঙ্ক এই ক্লাবের কিংবদন্তি। তার সঙ্গে বিচ্ছেদ মোটেও সহজ নয়। কিন্তু অনেক আলোচনা ও বিচার-বিশ্লেষণের পর ক্লাবের পারফরম্যান্সের উন্নতি ও ভালো ফলাফলের জন্য পরিবর্তনের প্রয়োজন জরুরি বলে মনে করা হয়েছে।’

২০১৯ সালের জুলাইয়ে স্টামফোর্ড ব্রিজে মাউরিসিও সারির চেয়ারে বসেন ল্যাম্পার্ড। প্রথম মৌসুম সাবেক ইংলিশ মিডফিল্ডার লিগ টেবিলের চার নম্বরে থেকে শেষ করেছিলেন, এছাড়া ব্লুদের তুলেছিলেন এফএ কাপের ফাইনালে। এবারের মৌসুমও ‍লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীতে পথ হারিয়েছেন ব্লুদের সাবেক তারকা।

ইংলিশ ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা ল্যাম্পার্ড (২১১)। খেলোয়াড়ি জীবনে ২০০১ থেকে ২০১৪ পর্যন্ত নীল জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। ১৩ মৌসুমে খেলেছেন ৬৪৮ ম্যাচ। জিতেছেন ১১ শিরোপা, যার মধ্যে রয়েছে চারটি প্রিমিয়ার লিগ ও ২০১২ সালের চ্যাম্পিয়নস লিগ।     

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা