X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

স্ত্রী ও অনাগত সন্তান হারালেন গোলকিপার সারোয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ২২:০৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২২:০৫

অনাগত সন্তানের অপেক্ষায় ছিলেন গোলকিপার সারোয়ার জাহান ও আশরাফুন্নাহার দম্পতি। কিন্তু হঠাৎ কী থেকে কী হয়ে গেল! মারা গেছেন সারোয়ারের তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। অনাগত সন্তান ও স্ত্রীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শেখ রাসেল গোলকিপার।

পাঁচ বছর আগে আশরাফুন্নাহারকে বিয়ে করে ঘরে তুলেছিলেন সারোয়ার। দুই মৌসুম ধরে শেখ রাসেলের গোলবার সামলানো ৩২ বছর বয়সী ফুটবলার থাকতে পারেননি স্ত্রীর পাশে। প্রিমিয়ার ফুটবল লিগ খেলার জন্য দলের সঙ্গে অনুশীলনে ছিলেন তিনি। গত শনিবার সন্ধ্যায় স্ত্রী-ই তাকে ফোনে নিজের অসুস্থতার খবর জানিয়েছিলেন। রাতেই চাপাইনবাবগঞ্জের ক্লিনিক হয়ে সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু সেখান থেকে আর ফেরানো যায়নি। রাত আড়াইটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

রবিবার গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ির বাসুদেবপুরে দাফন করা হয়েছে সারোয়ারের স্ত্রীকে। শোকাচ্ছন্ন সারোয়ার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রিয়জন হারানোর শোক বলে বোঝাতে পারবো না। এখন সবকিছু শূন্য মনে হচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না।’

এরপর তিনি বললেন, “তিন মাসের গর্ভবতী ছিল ও। গত পরশু সন্ধ্যায় ফোন দিয়ে বললো, ‘আমি মাথা ঘুরে পড়ে গেছি। আমার খারাপ লাগছে।’ আমি ডাক্তার দেখাতে বললাম। ফোনে ফোনে যোগাযোগ রাখছিলাম। তারপর তো রাতের ট্রেনে সকালে সেখানে পৌঁছে দেখি সবকিছু শেষ। মৃত্যুর সময়ে তার পাশে থাকা হলো না।”

স্ত্রী ও অনাগত সন্তানকে হারিয়ে সারোয়ারের পরিবারে গভীর শোক। সেনাবাহিনীতে চাকরি করার পর মোহামেডান দিয়ে তার ঘরোয়া ফুটবলে ক্যারিয়ার শুরু। এখন খেলছেন শেখ রাসেলে।

সারোয়ারের সঙ্গে শোকাহত ফুটবলাররাও। জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা বলেছেন, ‘সারোয়ার আমাদের কাছে বলে বাড়িতে গেল। বললো স্ত্রী অনেক অসুস্থ। তার স্ত্রী ও অনাগত সন্তানের মৃত্যুর খবর শুনে আমাদের সবারই খারাপ লাগছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ