X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সেনা প্রত্যাহারে গতি আনতে সম্মত ভারত ও চীন

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ২২:১৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৪:৩৭
image

পূর্ব লাদাখ সীমান্তের উত্তেজনা নিরসন এবং নয় মাসের অচলাবস্থা নিরসনের লক্ষে ভারত ও চীনের মধ্যে নবম ধাপের আলোচনাকে ইতিবাচক, বাস্তবসম্মত এবং গঠনমূলক আখ্যা দিয়েছে দিল্লি। সোমবার সন্ধ্যায় ভারতের সরকারি সূত্র জানিয়েছে, সম্মুখসারির সেনা প্রত্যাহারে শিগগিরই গতি আনতে উভয় পক্ষের সামরিক কমান্ডাররা সম্মত হওয়ার মধ্য দিয়ে আলোচনা শেষ হয়েছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। এ নিয়ে বিগত নয় মাস ধরেই উভয় পক্ষের মধ্যে সীমান্ত উত্তেজনা চলছে। এরইমধ্যে সোমবার জানা গেছে, গত বুধবারে নতুন করে বিরোধপূর্ণ এলাকায় সংঘর্ষে জড়িয়েছে চীন ও ভারতের সামরিক বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সংঘর্ষে উভয় পক্ষের সদস্যরা আহত হয়েছে। তবে ভারতের সেনাবাহিনী বলছে, বুধবারের 'সামান্য' ওই ঘটনাটি 'সমাধান' করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ভারত সরকারের তরফে জানানো হয়, আগের দিন চীনের অভ্যন্তরে মোলদো-চোসুল পয়েন্টে ১৫ ঘণ্টা বৈঠক করেছে উভয় পক্ষের সামরিক কর্মকর্তারা। পারস্পারিক বিশ্বাস এবং বোঝপড়া জোরালো হওয়ায় উভয় পক্ষ সেনা প্রত্যাহারের কাজে গতি আনায় সম্মত হয়েছে।

উল্লেখ্য, ভারত ও চীনের সামরিক কর্মকর্তা পর্যায়ের অষ্টম ধাপের আলোচনা গত নভেম্বরে অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় সেনা প্রত্যাহারে সংক্রান্ত মনোভাবের গঠনমূলক এবং গভীর বিনিময় হয়।

বর্তমানে লাদাখ সীমান্তে যুদ্ধ প্রস্তুতি নিয়ে মোতায়েন রয়েছে ভারতের প্রায় ৫০ হাজার সেনা সদস্য। চীনও একই পরিমাণ সেনা মোতায়েন রেখেছে। গত শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, চীন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তার দেশও কোনও সেনা প্রত্যাহার করবে না।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা