X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১
বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশের পর ব্যবস্থা

‘প্রধানমন্ত্রীর উপহারের ঘর’ বণ্টনে টাকা নেওয়ার অভিযোগে মামলা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ১৬:৪০আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৮:৩৭

কক্সবাজারের টেকনাফের মৌলভীবাজার এলাকায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মাণ করা ঘর বণ্টনে আর্থিক দুর্নীতির অভিযোগে এক মৎস্যজীবী নেতার বিরুদ্ধে মামলা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিফাত বিন রহমান বাদী হয়ে মো. জাহাঙ্গীর আলমকে এজাহারভুক্ত আসামি করে প্রতারণার অভিযোগে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। জাহাঙ্গীর বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির হ্নীলা মৌলভীবাজার ২ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং হ্নীলার মৌলভীবাজারের আজিজুল হকের ছেলে।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘সরকারি এক কর্মকর্তা বাদী হয়ে প্রতারণার অভিযোগে জাহাঙ্গীর আলমকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিকে গ্রেফতারে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।’

এর আগে, ২০ জানুয়ারি ‘টাকা ছাড়া মিলছে না প্রধানমন্ত্রীর উপহারের ঘর’ শিরোনামে বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনটি আমলে নিয়ে পরের দিন ঘটনাটি তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। তদন্ত শেষে সোমবার চার পৃষ্ঠার একটি প্রতিবেদন উপজেলা প্রশাসনকে জমা দেয় কমিটির আহ্বায়ক হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, ‘বাংলা ট্রিবিউনে নিউজের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী উপহারের ঘরে দুর্নীতির ঘটনাটি আমরা খুবই স্বচ্ছতার সঙ্গে তদন্ত করেছি। নিউজে আনা অভিযোগগুলোর সত্যতা পেয়েছি আমরা। তাছাড়া প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করে কর্তৃপক্ষকে জমা দেওয়া হয়েছে।’

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, ‘মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর’-এ থেকে টাকা নেওয়ার ঘটনায় বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে। পরে তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি সংবাদের সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দেয়। এরই সূত্র ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে থানায় একটি মামলা করা হয়েছে।’

তিনি জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পটি আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখছি। এখানে কেউ অনিয়ম দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

আরও পড়ুন:
টাকা ছাড়া মিলছে না প্রধানমন্ত্রীর উপহারের ঘর
প্রধানমন্ত্রীর উপহার পেতে টাকা নেওয়ার অভিযোগ: তদন্ত কমিটি গঠন

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী