X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের অভিশংসন নিয়ে মুখ খুললেন বাইডেন

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২১, ১৭:৪৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৭:৪৭
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার প্রসঙ্গে মুখ খুলেছেন জো বাইডেন। সোমবার (২৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের বিচার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি মনে করি, এটা হতেই হবে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে উগ্র ট্রাম্প-সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্টকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে সরাতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। ১৩ জানুয়ারি ২৩২-১৯৭ ভোটে পাস হয় প্রস্তাবটি। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কংগ্রেসের নিম্ন কক্ষে অভিশংসিত হন ট্রাম্প। চূড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি সোমবার (২৫ জানুয়ারি) সিনেটে পাঠানো হয়েছে। সেখানে বিচারপ্রক্রিয়ার পর দুই-তৃতীয়াংশ ভোটে পাস করাতে হবে এটি। এর জন্য প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের পাশাপাশি ১৭ জন রিপাবলিকানের ভোটও প্রয়োজন হবে।

সিএনএন-এর বাইডেনের সাক্ষাৎকারে অভিশংসন বিচার প্রসঙ্গ উঠে আসে। নতুন প্রেসিডেন্ট বলেন, ‘যদি এটা (ট্রাম্পের অভিশংসন বিচার) না হয় তাহলে এর খুব বাজে প্রভাব পড়বে।’

বাইডেন আরও বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের হাতে যদি আরও ৬ মাসের সময় থাকতো, পরিস্থিতি অন্যরকম হতে পারতো বলে বিশ্বাস করেন তিনি। তবে নতুন প্রেসিডেন্ট মনে করেন না যে ট্রাম্পকে অভিযুক্ত করার পক্ষে ১৭ রিপাবলিকান ভোট দেবে। তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর সিনেটে অনেক পরিবর্তন হয়েছে ঠিকই তবে এতোটা (রিপাবলিকানদের কাছ থেকে ভোট পাওয়া) পরিবর্তন হয়নি।’

ক্ষমতাগ্রহণের আগে এ মাসের শুরুর দিকে বাইডেন বলেছিলেন, ‘পুরো জাতি প্রাণঘাতি ভাইরাসে কাবু হয়ে আছে। দেশের অর্থনৈতিক অবস্থাও ভালো না। আমি আশা করি, অভিশংসন বিষয়ে সিনেট তার সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি জাতির অন্যান্য জরুরি বিষয়গুলো নিয়ে কাজ করবে।’

তবে ২০ জানুয়ারি দায়িত্বগ্রহণের পর তাকে আর এ ব্যাপারে কথা বলতে দেখা যায়নি।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?