X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম সিটিতে ভালো নির্বাচনের আশা ইসি সচিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ১৮:১৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৮:১৪

দেশবাসী চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) ভালো নির্বাচন দেখবেন বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে চসিক নির্বাচনের সর্বশেষ সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সচিব বলেন, ‘কমিশন থেকে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার, তা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর লোক, আমাদের রিটার্নিং অফিসার, পোলিং অফিসার এবং যেহেতু ইভিএমে ভোট হচ্ছে, তাই ইভিএমের কারিগরি সহায়তা দেওয়ার জন্য সবাই এখন চট্টগ্রামে অবস্থান করছেন। পূর্ণ প্রস্তুতি শেষ। আমরা আশা করি যে, একটা সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘বাইরের লোক যারা ওই এলাকার ভোটার না, ভোটকেন্দ্রে এসে গণ্ডগোল করতে পারে— এরকম কাজ যাতে করতে না পারে, সেজন্য  শহরে প্রবেশ করার যে রাস্তাগুলো আছে, সেখানে পুলিশি পাহারা থাকবে। যাতে করে ভোটার ছাড়া অন্য কোনও লোকজন ভোটকেন্দ্রে এসে কোনও গণ্ডগোল করতে না পারে বা ভোটকেন্দ্রের বাইরেও যাতে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনও রকম বাধার সৃষ্টি করতে না পারে। আমরা মনে করি যে, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যা যা করা দরকার, তা সব ধরনের ব্যবস্থা নির্বাচন কমিশন গ্রহণ করেছে।’

সহিংসতার বিষয়ে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এটা প্রথম দিকে হয়েছিল। তারপর সেখানে সবাই খুব সতর্ক হয়ে গেছেন। এরপর আল্লাহর রহমতে আর কোনও ঘটনা ঘটেনি। আমরা আশা করি, ওই ধরনের কোনও ঘটনা আর ঘটবে না। যাতে না ঘটে তার জন্য ওই প্রস্তুতি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারের ওপরে সদস্য সেখানে নিয়োজিত আছেন। ওই ধরনের আর কোনও ঘটনা ঘটবে না বলেই আমরা মনে করি।’

বিভিন্ন সময়ে গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট দেওয়া হয় স্থানীয় পরিস্থিতির ওপরে, বিষয়টি নজরে আনতে সচিব বলেন, ‘সবসময় গোয়েন্দা বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়, কোন কোন কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ এবং রিটার্নিং কর্মকর্তা যখন সেই কেন্দ্রগুলোর তালিকা দেন। রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন সেই অনুযায়ী সদস্য মোতায়েন করেন। যেখানে সাধারণ সেখানে ১৬ জন করে এবং যেখানে ঝুঁকিপূর্ণ সেখানে ১৮ জন করে থাকবে। সেখানে অস্ত্র বেশি থাকবে। এছাড়া, টহলে যারা থাকবেন এবং টহল ছাড়াও কিছু কিছু এলাকা নিয়ে জোনের মতো করেও থাকবে। পাঁচ বা ১০টা কেন্দ্র নিয়ে একটি জোন থাকবে। সেখান থেকে প্রয়োজনে যেন সহযোগিতা করতে পারেন।’

ঝুঁকিপূর্ণ কেন্দ্র কতগুলো জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো আপনাদের বলা যাবে না। ঝুঁকিপূর্ণ কেন্দ্র কতগুলো এটা তো গোপনীয় বিষয়।’

করোনা পরিস্থিতিতে ভোটের নির্দেশনা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের বলাই আছে স্বাস্থ্যবিধি যা মেনে চলা দরকার, তার সব মেনে চলার নির্দেশনা দেওয়া আছে। ভোটার যখন লাইনে দাঁড়াবেন, তখন সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন। ইভিএমে ভোট দেওয়া হবে। তাই ভোট দেওয়ার আগে এবং পরে হাত হ্যান্ডওয়াস করে নেবেন। আর সবাইকে মাস্ক পড়ে যেতে হবে। মাস্ক ছাড়া কেউ গেলে তাকে ভোট দিতে দেওয়া হবে না, বা দায়িত্বপালন করতে দেওয়া হবে না।’

‘নির্বাচনে সহিংসতা এবং অনিয়মের দায় কমিশন এড়াতে পারে না’, একজন নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘এটাকমিশনারই বলতে পারবেন। আমার কোনও বক্তব্য নেই।’

আপনারা আশা করছেন সুষ্ঠু নির্বাচন হবে? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই। আশা না করার কোনও কারণ তো নেই।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘নির্বাচনে অনেকগুলো দল অংশগ্রহণ করেছে। সবাই তো সাংগঠনিকভাবে এক রকম নয়। অনেকের দলীয় কার্যালয়ও মনে হয় সেভাবে নেই। হয়তোবা ব্যক্তি পরিচয় বেশি থাকতে পারে। ওই শক্তি তো আর নির্বাচন কমিশন তৈরি করে দিতে পারে না। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো— লেভেল প্লেয়িং ফিল্ড  তৈরি করে দেওয়া। অর্থাৎ সবার জন্য সমান সুযোগ করে দেওয়া। যাতে ভোটাররা কেন্দ্রে আসতে পারেন, ভোট দিতে পারেন, কেউ যাতে বাধা না দেয়। সেই জন্যই তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখা হয়েছে। এখানে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে এটাই, সবার জন্য সমান সুযোগ।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী