X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজির মামলায় সেই তুফান সরকারের ভাই গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ১৯:৫৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৯:৫৭

বগুড়ায় ট্রাকের মালিক ও চালককে আটকে রেখে চাঁদাবাজি এবং মারধরের মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের একজনের নাম সোহাগ সরকার। সে এক ছাত্রীকে ধর্ষণ ও তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় বহুল আলোচিত মামলার প্রধান আসামি তুফান সরকারের ভাই। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে তাদের শহরের জহুরুল নগর এলাকার একটি মেস থেকে গ্রেফতার করা হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার সোহাগ বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার মজিবর রহমানের ছেলে এবং অপরজন দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর মথুরাপাড়ার নজরুল ইসলামের ছেলে সরকারি আজিজুল হক কলেজের মাস্টার্সের ছাত্র শাহিনুর রহমান।

পুলিশ, এজাহার সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিমন ফরাজী সোমবার রাতে ঢাকা থেকে ট্রাকে বাড়ির মালামাল নিয়ে বগুড়া শহরের চারমাথায় আসেন। এরপর তিনি ও ট্রাকচালক আত্মীয়ের বাড়িতে যান। সেখানে সোহাগ সরকার বাহিনীর লোকজন ওই বাড়িতে গিয়ে ট্রাকমালিক ও চালককে মারধর করেন। এরপর তাদের আটক করে শহরের জহুরুলনগর এলাকায় একটি ছাত্রাবাসে নিয়ে আটক রাখা হয়। এ সময় তাদের কাছে লক্ষাধিক টাকা চাঁদা দাবি এবং মারধর করা হয়। ভোরের দিকে সোহাগ সরকার ও কয়েকজন সেখানে গিয়ে ট্রাক মালিক রিমন ফরাজীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে ট্রাক মালিক কৌশলে ছাত্রাবাস থেকে বের হয়ে ‘৯৯৯’-এ ফোন দেন। ফোন পেয়ে সদর থানা পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করে। পরে সোহাগ সরকার ও শাহিনুর রহমানকে গ্রেফতার করা হয়।

সদর থানার (ওসি) হুমায়ুন কবির জানান, ট্রাক মালিক সদর থানায় সোহাগ, কলেজছাত্র শাহিনুরসহ সাত জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার তাদের দুজনকে আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হবে। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও খবর: জামিন পেলেন বহুল আলোচিত সেই তুফান সরকার

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা