X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

টেস্টের আগেই কন্ডিশনে মানিয়ে নিয়েছে ক্যারিবীয়রা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ২১:১৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:১৩

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ওজনের খেলোয়াড় রাকিম কর্নওয়াল। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটারের ওজন প্রায় ১৪০ কেজির মতো। টেস্টে যার অভিষেক হয়েছে ২০১৯ সালে ভারতের বিপক্ষে। ব্যাটিং-বোলিংয়ে দক্ষ কর্নওয়াল বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলেও আছেন। ক্যারিবীয় এই অলরাউন্ডার জানালেন, ওয়ানডে সিরিজের সময়টা ভালোভাবেই কাজে লাগিয়েছে তাদের টেস্ট দল। এই সময়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনিসহ পুরো দলই!

আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও টেস্টে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না সফরকারীরা। দলের সবচেয়ে বিশালদেহী ক্রিকেটার কর্নওয়াল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সবার আগে একটি জয় পেতে হবে। আমরা যদি সিরিজ জিততে পারি, তাহলে সেটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য ভালো হবে। আশা করছি, টেস্টে আমরা ভক্তদের ভালো ক্রিকেট উপহার দেবো।’

ওয়ানডে দল যখন বাংলাদেশের সঙ্গে খেলছিল, টেস্ট দল তখন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ঘাম ঝরাচ্ছিল। প্রস্তুতি নিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয় প্রস্তুতি ভালোই হচ্ছে। কিছু অনুশীলন সেশন হয়েছে, যেখানে কোচরা আমাদের সঙ্গে কাজ করেছেন।’

কর্নওয়ালের পরের কথায় ঘুরে ফিরে এলো এখানকার কন্ডিশন প্রসঙ্গই, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আমরা কঠোর পরিশ্রম করছি। এই কন্ডিশনে ক্রিকেট খেলাটা কঠিন। কন্ডিশন বোঝার জন্য যত বেশি সময় পাওয়া যায়, তত ভালো। আশা করি, আমাদের জন্য কাজটা কঠিন হবে না।’

কন্ডিশন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘এখানে বল একটু বেশি স্পিন করে। ক্যারিবিয়ানের চেয়ে এখানটা একটু বেশি শুষ্ক। আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া