X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ট্রাক ও ট্রাক্টর চাপায় দুজন নিহত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ০৩:০৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০৩:০৫

জামালপুরে ট্রাকচাপায় ও পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাক্টরচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) জামালপুর সদর উপজেলার শিমুলতলী ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে।

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে তিতপল্লা ইউনিয়নের শিমুলতলী এলাকায় ট্রাকের চাপায় নিহত বৃদ্ধের নাম আব্দুস সোবহান (৬০)। তিনি পেশায় ঘটক ছিলেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টায়।

পুলিশ সূত্র ও এলাকাবাসী জানায়, ঘটক আ. সোবহান (৬০) ঘটকালি কাজে বাইসাইকেল যোগে তিতপল্লা যাচ্ছিলেন। তিতপল্লার শিমুলতলী এলাকায় রাস্তা পারাপারের সময় টাঙ্গাইল থেকে জামালপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আ. লতিফ মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

পিরোজপুর প্রতিনিধি জানান, জেলার মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামে ট্রাক্টরে চাপা পড়ে সজল হাওলাদার (২৫) নামে এক  শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৫ জানুয়ারি) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামে কৃষি জমিতে মুগডাল আবাদের জন্য ট্রাক্টর মালিক জাহিন হাওলাদার জমি চাষ করছিলেন। তার সহযোগী হিসেবে কাজ করছিলেন শ্রমিক সজল। এসময় ট্রাক্টরে উঠতে গিয়ে ছিটকে এর চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান  জানান, নিহত সজলের লাশ উদ্ধার করে মঙ্গলবার জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহত সজল উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামের মোঃ কাঞ্চন আলী হাওলাদারের ছেলে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের