X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় ১০ দিন ধরে করোনার নতুন সংক্রমণ নেই

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ১১:০৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১১:০৫

অস্ট্রেলিয়ায় বুধবার পর্যন্ত টানা ১০ দিন ধরে নতুন করে কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়ালেসে করোনা বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ২০২১ সালের গোড়ার দিকে রাজ্যটিতে করোনা সংক্রমণের মাত্রা কমে আসে। জানুয়ারির শুরুর দিকে সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা এক ডিজিটে নেমে আসে।

অস্ট্রেলিয়া ওপেন টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় যে ভিক্টোরিয়া রাজ্যে সেখানে গত তিন সপ্তাহ ধরে স্থানীয়ভাবে কোনও সংক্রমণের ঘটনা ঘটেনি।

বুধবার টুইটারে দেওয়া পোস্টে স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট জানান, গত ১০ দিন ধরে অস্ট্রেলিয়ায় স্থানীয়ভাবে নতুন কোনও সংক্রমণের ঘটনা নেই।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার একাধিক টিকাও আবিষ্কৃত হয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬০ লাখ ১১ হাজার ২২২। মৃত্যু হয়েছে চার লাখ ৩৫ হাজার ৪৫২ জনের।

অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত মোট ২৮ হাজার ৭৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯০৯ জনের মৃত্যু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সিডনির গির্জায় ছুরিকাঘাতকে সন্ত্রাসী হামলা ঘোষণা
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা