X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ইউরোপে এমন লজ্জা পায়নি আর কেউ!

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ১২:৪২আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১২:৫৩

ইউরোপের শীর্ষ ৫ লিগে ঘরের মাঠে এত গোলের লজ্জা আর কেউ পায়নি। যেমনটি ঘটেছে ওয়েস্টব্রমের বেলায়। প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমকে তাদেরই মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। আর তাতে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে শীর্ষে উঠে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

আগ্রগামিতা পেতে সময়ের অপব্যয় মোটেও করেনি সিটি।এগিয়ে যায় ৬ মিনিটেই। গুন্দোগানের গোলে উৎসবের শুরু। আধিপত্য বিস্তার করে বিরতির আগে আরও ‍দুইবার জাল কাঁপায় ম্যানসিটি। ২০ মিনিটে হোয়াও কেন্সেলোর গোলের পর ৩০ মিনিটে দ্বিতীয় গোল তুলে নেন গুন্দোগান।

প্রথমার্ধেই চাপে পড়ে যাওয়া ওয়েস্টব্রমকে আর ম্যাচে ফেরার সুযোগ দেয়নি সিটি। মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে প্রতিপক্ষকে। তাতে প্রথমার্ধের শেষ দিকেই স্কোর ৪-০ করেন রিয়াদ মাহরেজ। পেনাল্টি অঞ্চলে বাম প্রান্ত থেকে বল পেয়ে ওয়েস্টব্রম গোলকিপারকে পুরোপুরি পরাস্ত করে দূরের জালে বল জড়ান তিনি। 

আক্রমণের সেই ধারা অব্যাহত থাকে দ্বিতীয়ার্ধেও। অবশ্য এই অর্ধে গোল আসে একটি। ৫৭ মিনিটে পঞ্চম গোলটি করেন রাহিম স্টার্লিং।

এই জয়ে সব মিলে ১১টি ম্যাচ জিতলো সিটিজেনরা। তাতে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসেছে ম্যানসিটি। দুইয়ে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান এক। আর ওয়েস্টব্রম ১১ পয়েন্ট নিয়ে রয়েছে অবনমন অঞ্চলের দিকে।

অপর দিকে আর্সেনাল ৩-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। তাতে আটে উঠে গেছে তারা। ২০ ম্যাচে যাদের অর্জন ৩০ পয়েন্ট।

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট