X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ট্রাক চাপায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ১৭:১৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৭:১৫

রাজধানীর রমনায় ট্রাক চাপায় আহত ভোলার তজুমদ্দিন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দুলাল (৫০) মারা গেছেন।

গত বৃহস্পতিবার শান্তিনগর মোড়ে ট্রাক চাপায় গুরুতর আহত হন নাসির উদ্দিন ও তার স্ত্রী ফাতেমা বেগম। গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৭ জানুয়ারি) ভোরে মারা যান নাসির উদ্দিন।

নিহতের পরিবারের অভিযোগ, ট্রাকটি রমনা পুরাতন থানার মাটি বহনকারী পরিবহন হওয়ায় পুলিশ ট্রাক ও এর চালককে গ্রেফতার করছে না। ঘটনার দিন একটি ট্রাক আটক করলেও সেটি ছেড়ে দিয়েছে পুলিশ। অন্যদিকে দুর্ঘটনার সাতদিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় নিহতের ছেলে মো. মনির হোসেন দিপু গত ২৩ জানুয়ারি রমনা মডেল থানায় একটি মামলা করেছেন।

নিহতের ছেলে ও মামলার বাদী মো. মনির হোসেন দিপু জানান, গত বৃহস্পতিবার ভোরে তার বাবা-মা ঢাকা সদরঘাট নেমে সেখান থেকে সিএনজিযোগে উত্তরা যাচ্ছিলেন। তার বাবা-মাকে বহনকারী সিএনজিটি ভোর সাড়ে ৫টার দিকে শান্তিনগর মোড়ে পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি ড্রাম ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি কয়েক গজ দূরে আছড়ে পড়ে। সিএনজির ভেতরে থাকা তার বাবা-মা গুরুতর আহত হন। তাদের প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে প্রেরণ করেন। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তার বাবা। গতকাল ভোরে চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলের অভিযোগ, ঘটনার পর আমরা জানতে পেরেছি, যেই ড্রাম ট্রাকের চালক সিএনজিকে ধাক্কা দিয়েছে সেটি রমনা পুরাতন থানার মাটি বহনকারী একটি ট্রাক। ট্রাকটি থানা কম্পাউন্ড থেকে মাটি নিয়ে ডেমরা রোডে ফেলে আসার সময় এ দুর্ঘটনা ঘটায়। বিষয়টি রমনা থানা পুলিশ জানে। কিন্তু তারা ওই ট্রাক ও এর চালককে আজও গ্রেফতার করেনি। এমনকি ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা একটি ট্রাক ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করলেও পুলিশ সেটিও ছেড়ে দিয়েছে।

রমনা মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, রমনা পুরাতন থানার কাজ চলছে। সেখানকার মাটি অন্যত্র সরানোর জন্য ৪৫টি ট্রাক নিয়োজিত রয়েছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর স্বজনদের কাছ থেকে বিষয়টি জেনে ওই কোম্পানির একটি ট্রাক আটক করা হয়। তবে আটক ট্রাকের চালক দুর্ঘটনা ঘটায়নি বলে জানিয়েছে। তাই তাকে ও তার ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে।

রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আমরা ঘাতক ট্রাকটি শনাক্তে ওখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। কিন্তু ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীদের ও নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী যেই ট্রাকটি দুর্ঘটনাটি ঘটিয়েছে, সেটি আমাদের পুরাতন থানার মাটি বহনের কাজে নিয়োজিত। যদি সেটিও তদন্তে বেরিয়ে আসে তাহলে ওই ট্রাকের চালককে আইনের আওতায় আনা হবে।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’