X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চলছে ইভিএমে ভোট গণনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জানুয়ারি ২০২১, ১৭:৪২আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৭:৫১

করোনা মহামারির ভেতরেই সংঘাত ও সংঘর্ষের ভেতরে শেষ হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোট। এখন চলছে ইভিএম মেশিনে ভোট গণনা। নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের সংর্ঘষে একজন নিহত ও কমপক্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। ভোটার উপস্থিতির হারও ছিল বেশ কম।

এদিকে, এই নির্বাচন শেষ হওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন অভিযোগ করেছেন এই নির্বাচন আওয়ামী লগের সঙ্গে বিএনপির হয়নি। এটি রাষ্ট্রযন্ত্রের সঙ্গে বিএনপির নির্বচান হয়েছে। সরকার তার সব অঙ্গ কাজে লাগিয়ে নির্বাচনি সুবিধা নিয়েছে। তিনি বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়াসহ নানা ধরনের অভিযোগ তুলে ধরেছেন।

তিনি বলেছেন, সরকারের নানা ধরনের অপতৎপরতা সত্ত্বেও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে এবং মানুষ যাতে ভোটকেন্দ্র বিমুখ না হয় সেই প্রক্রিয়া ধরে রাখতেই তাদের ভোটে অংশ নেওয়া।

তবে তিনি নির্বাচন বয়কট করেননি।

অন্যদিকে, আওয়ামী লীগের প্রার্থী দাবি করেছেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এ নির্বাচনে জয়-পরাজয় যাই ঘটুক তিনি মেনে নেবেন একথাও জানিয়েছেন গণমাধ্যমকর্মীদের।

এর আগে বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। এদিন নির্বাচনি সহিংসতায় খুলশী থানার আমবাগান এলাকায় আলাউদ্দিন (২৮) নামে এক যুবক গুলিতে আহত হন। এসময় আরও পাঁচ জন আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১৩ নম্বর ওয়ার্ডের ইউসেপ স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন ও বিদ্রোহী প্রার্থী মাহমুদুর রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এছাড়াও চসিক নির্বাচনকে ঘিরে ঘটা সহিংসতায় অন্তত অর্ধশত আহত হয়েছেন। এছাড়াও ২৮ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় চমেক মেডিক্যাল পুলিশ ফাঁড়ির সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২০ সালের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় নির্বাচনের আট দিন আগে তা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতির উন্নতি বিবেচনায় ২৭ জানুয়ারি ভোটের দিন ঠিক করে নির্বাচন কমিশন। এবার মেয়র নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির দুই প্রার্থীর বাইরে আরও ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন এনপিপি’র আবুল মনজুর (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী (হাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা)।

এদিকে, ৪১টি সাধারণ কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ২৩৭ জন। এবার ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের প্রার্থী তারেক সোলেমান সেলিম মারা যাওয়ায় সেখানে কাউন্সিলর নির্বাচন হবে না। তবে ওই ওয়ার্ডে মেয়র পদে ভোটগ্রহণ হবে।

অন্যদিকে, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এই ওয়ার্ডেও এবার কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে না। তাই বুধবার (২৭ জানুয়ারি) নগরীর ৩৯টি ওয়ার্ড নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ৩৯টি ওয়ার্ডের মধ্যে ৩৪টিতে আওয়ামী লীগ সমর্থিত ও দলের বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?