X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজার সদর হাসপাতালে আগুন

কক্সবাজার প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ১৮:৪৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৯:১৭

কক্সবাজারের সদর হাসপাতালের নিচতলার একটি পরিত্যক্ত স্টোররুমে আগুন লেগেছে। এ ঘটনায় বেশ কিছু মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে সেখানে আগুন লাগার  ঘটনা ঘটে।  খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এদিকে, হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। অনেকেই চিকিৎসাধীন অবস্থাতেই ভয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন।  

ঘটনাস্থলে দায়িত্বপালনকারী কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি পানিবাহী গাড়িসহ দুটি ইউনিট এবং রামু থেকে আরও একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করে।

তিনি জানান, হাসপাতালটিতে পানির উৎস না থাকায় আগুন নেভাতে শুরুতে সমস্যা হয়। এরপর দূরের একটি পুকুর থেকে প্রথমে পানি আনা হয়, পরে নিজেদের পানিবাহী গাড়ির সাহায্যে আগুন নেভাতে সক্ষম হয়েছেন তারা। তিনি জানান, তাদের পানিবাহী গাড়িগুলো ১১ হাজার ও ৬ হাজার লিটার পানি ধারণ করতে পারে, ফলে আর কোনও সমস্যা হয়নি। 

আগুনের বিষয়ে তিনি বলেন, কক্সবাজার সদর হাসপাতালের নিচতলার পরিত্যক্ত স্টোররুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এর কারণ এখনও জানা যায়নি। আগুন নেভানো সম্ভব হলেও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। পরবর্তীতে প্রতিবেদন আকারে এর তথ্য প্রকাশ করা হবে। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি