X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শীর্ষ চারে নাম আসবে, কল্পনাও করেননি মিরাজ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ২০:০৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২০:০৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেই ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং অর্জন করেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন সেরা চারে। এর পর থেকে সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত হলেও এই অফস্পিনিং অলরাউন্ডার জানালেন, এমনটা তিনি কল্পনাও করেননি!

তবে নিজের ভালো লাগার অনুভূতি জানিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি আসলে কল্পনাও করতে পারিনি সেরা চারে থাকবো। দলের সতীর্থরা শুভেচ্ছা জানিয়েছে, তাদের শুভেচ্ছা পেয়ে দারুণ খুশি।’

করোনাকাল শেষে মিরাজ প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বল হাতে তেমন কিছু করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাই প্রস্তুতিটা ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করেছেন। সেই পরিশ্রমেরই ফল পেয়েছেন অবশেষে, ‘চেষ্টা করেছি ওয়ানডে খেলতে হলে কোন কোন জায়গায় উন্নতি করতে হবে সেসব নিয়ে। বোলিংয়ে ইকোনমি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। প্রয়োজন মতো কীভাবে ব্রেক থ্রু এনে দেওয়া যায়। এসব বিষয় নিয়ে আমি চেষ্টা করেছি।’

মিরাজের পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানেরও। বাঁহাতি এই পেসার ১১ ধাপ এগিয়ে ঢুকে গেছেন শীর্ষ দশে। এখন তার অবস্থান আট নম্বরে। ছোটবেলা থেকে একসঙ্গে ক্রিকেট খেলা সতীর্থ মোস্তাফিজের পারফরম্যান্সেও দারুণ তৃপ্ত মিরাজ, ‘শেষ অনেক দিন মোস্তাফিজ সেরা ছন্দে ছিল না। কিন্তু এই সিরিজে অনেক ভালো বল করেছে। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা খেলোয়াড়ই খুশি ওর পারফরম্যান্সে। আমরা চাই মোস্তাফিজ আরও ভালো করুক এবং বাংলাদেশকে অনেক জয় এনে দিক। মোস্তাফিজ আমার খুব কাছের বন্ধু, আমরা ছোট বেলা থেকেই একসঙ্গে ক্রিকেট খেলেছি, অনূর্ধ্ব ১৬, ১৭, ১৮, ১৯ সবই খেলেছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে