X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সংবর্ধনা সভায় ৩১ জানুয়ারি আধাবেলা হরতাল ডাকলেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ০৩:৪১আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ০৩:৪১

নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৪র্থ বারের মতো নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জাকে সংবর্ধনা দিয়েছে কোম্পানীগঞ্জ নাগরিক সমাজ।  এ সংবর্ধনার জবাবে বক্তৃতা দিতে গিয়ে আপন বড়ভাই ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল কাদের অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি নোয়াখারী জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সংসদ সদস্য একরামুল হক চৌধুরীর পদত্যাগ দাবিতে স্লোগান তোলার পর আগামী ৩১ জানুয়ারি কোম্পানিগঞ্জে আধাবেলা হরতাল ডাকেন তিনি। এসময় তার অনুসারী হাজার হাজার নেতা-কর্মী তাকে সমর্থন জানান।

বুধবার (২৭ জানুয়ারি) বিকালে বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার শুরুতে মেয়র মির্জা আবদুল কাদেরকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করেন আগত অতিথিরা।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আবার বড় ভাই ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে বাক্যবাণ ছোড়েন মির্জা কাদের। তার উদ্দেশে মেয়র মির্জা কাদের বলেন, ‘‘ঢাকায় বসে রাজনীতি করবেন? আমার নেতাকর্মীরা আপনাদের পেছনে শ্লোগান দেয়। ওবায়দুল কাদের সাহেব পদ টেকাতে অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি (ওবায়দুল কাদের) আমাকে টেলিফোন করে বলেন 'তুমি আমার পদ খাবে নাকি?’’

এরপর বক্তব্যের এক পর্যায়ে তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক চৌধুরীর বিরুদ্ধে শ্লোগান তোলেন “এক দফা এক দাবি, একরাম তুই কবে যাবি?’ বলেন, একরাম চৌধুরীর বহিষ্কার পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। এ দাবিতে আগামী রবিবার (৩১ জানুয়ারি) কোম্পানীগঞ্জে সর্বত্র আধাবেলা হরতাল পালনের ঘোষণা দিয়ে বলেন ‘এদিন কোনও কাক-পক্ষীও উড়তে পারবে না।’

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, অপরাজনীতির কাছে মাথা নতকারীরা আমার ভোটারদেরকে অভিনন্দন পর্যন্ত জানাননি। যে দলের জন্য সারাজীবন ত্যাগ স্বীকার করেছি, তারাও খবর নেয়নি। সংবর্ধনার জবাবে ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে কাদের মির্জা বলেন, ‘ভার্চুয়াল প্রোগ্রাম দিয়ে যারা কথা রাখেনি, তারা অপশক্তির কাছে মাথানত করেছেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়াল সংযোগে বক্তব্য দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি তা দেননি।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনের সভাপতিত্বে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, বামনী কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন, মেয়রের সহধর্মিণী আক্তার জাহান বকুল, বিশিষ্ট কলামিস্ট রফিকুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ উদ্দিন বাবুল, আমেরিকা প্রবাসী রমেশ চন্দ্র সেন, সেলিম চৌধুরী ভিপি বাবুল, বিশিষ্ট শিল্পপতি গোলাম শরীফ চৌধুরী পিপুল, বসুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম তানভীর, নোয়াখালী জেলা ছাত্রলীগের সহ সভাপতি তাশিক মির্জা কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

পরে, রাত ৯টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মমতাজ বেগম এমপি গান পরিবেশন করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক