X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১৫:০১আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৫:০১

চার দফা দাবিতে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথমে তারা বিক্ষোভ সমাবেশ করেন। এরপর মিছিল নিয়ে কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করতে গেলে কদম ফোয়ারার কাছে পুলিশের বাধার সম্মুখীন হন। পরে তারা ব্যারিকেডের ভেতরেই বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে আছে— কোনোভাবেই এক বছরের ক্ষতি মানা হবে না। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করতে হবে। ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।

পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত কারিগরি শিক্ষা বোর্ডের কাছে গত ৫ জানুয়ারি সাধারণ শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরে, কিন্তু শিক্ষাবোর্ড শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করে পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে নোটিশ জারি করে। যাতে চলমান মহামারিতে কারিগরি শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একবছর সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কোনোভাবেই শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, করোনাকালীন বাংলাদেশের পলিটেকনিক কলেজসমূহের লাখ লাখ শিক্ষার্থীর জীবন থেকে একবছর কেড়ে নেওয়াটা অযৌক্তিক ও অমানবিক। এর ফলে সপ্তম ও অষ্টম পর্বের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন মারাত্মক হুমকীর মুখে পড়বে। শিক্ষামন্ত্রণালয় ও কারিগরি শিক্ষাবোর্ডকেই এর দায় নিতে হবে।

শিক্ষার্থীরা জানান, করোনাকালে সারাদেশের শিক্ষার্থী ও তার পরিবারের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে সেমিস্টার ফি ও অতিরিক্ত ফি প্রদান শিক্ষার্থীদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থীদের অনেকেরই ঝরে পড়ার সম্ভবনা তরি হয়েছে। এসব বিবেচনা না করেই অতিরিক্ত ফি আদায় ও সেমিস্টার ফি আদায় চরম অমানবিকতার পরিচয়। অবিলম্বে সেমিস্টার ফি ও অতিরিক্ত ফি মওকুফের দাবি জানান তারা।

তারা বলেন, পলিটেকনিক শিক্ষার্থীদের সংখ্যার অনুপাতে উচ্চশিক্ষা অংশগ্রহণের আসনসংখ্যা সীমিত হওয়ায় শিক্ষার্থীদের মান ও অংশগ্রহণ কমে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ডুয়েটসহ অন্য সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা