X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লায় আবাহনীকে রুখে দিলো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১৭:২৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৭:২৮

ফেডারেশন কাপে মোহামেডান স্পোর্টিংকে উড়িয়ে দিয়েছিল আবাহনী লিমিটেড। প্রিমিয়ার লিগেও একই ফলের অপেক্ষায় ছিলেন আবাহনী সমর্থকরা। কিন্তু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর জয়রথ থামিয়ে দিয়েছে শন লেনের দল। উড়তে থাকা আকাশি-নীল জার্সিধারিরা এবার ২-২ গোলে ড্র করেছে সাদা-কালোদের সঙ্গে।

দুইবার আগে গোল করেও মারিও লেমসের দল ম্যাচ জিততে পারেনি। তাতে আবাহনী চতুর্থ ম্যাচে এসে প্রথম ড্র দেখলো। তাদের পয়েন্ট ১০ আর সমান ম্যাচে দ্বিতীয় ড্রতে মোহামেডানের অর্জন ৫ পয়েন্ট।

বরাবরের মতো আবাহনীর সেটপিসে বড় ভয় ছিল মোহামেডানের। কুমিল্লার মাঠে অবশ্য সেই সেটপিস থেকেই দুই গোল পেয়েছে আবাহনী। জীবন-অগাস্তোকে ছাড়া ম্যাচের শুরু থেকে তাদের দাপট চলতে থাকে। তবে মোহামেডানও যে চোখ রাঙানি দেয়নি, এমনও নয়।

আবাহনী এগিয়ে যায় ১৪ মিনিটে। মাসিহ সাইগানির ফ্রি কিক হেড করে নামিয়েছিলেন বেলফোর্ট। সেখান থেকে ডাইভিং হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার তোরেস।

পিছিয়ে পড়ে মোহামেডান গোল শোধ দেওয়ার জন্য এর পর আক্রমণ শাণায় দ্রুত। সফলও হয় ১৭ মিনিটে। সাইফ স্পোর্টিং থেকে আসা জাফর ইকবালের ক্রস এক ডিফেন্ডার ফেরানোর পর তা পেয়ে যান নাইজেরিয়ান আবিওলা নুরাত। এই মিডফিল্ডারের পাস আমির হাকিম বাপ্পীর পা হয়ে যায় গোলমুখে থাকা দিয়াবাতের কাছে, নিখুঁত ফ্লিকে লক্ষ্যভেদ করে মোহামেডানকে সমতায় ফেরান মালির এই স্ট্রাইকার। এর পরও ব্যবধান বাড়াতে চেষ্টা করতে থাকে ৬ বারেরর চ্যাম্পিয়নরা।

উল্টো ৩৩ মিনিটে এগিয়ে যায় আবাহনী। সাদউদ্দিনের লম্বা ফ্রি কিক বেলফোর্ট হেড করে নামিয়ে দেওয়ার পর তোরেসের শট গায়ে লেগে কোলিদিয়াতির। সেখান থেকে ফেরা বল যায় বাম দিকে থাকা জুয়েলের পায়ে। এর পর বাম পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

বিরতির পর খেলা আরও জমে ওঠে। শুরুতে আবাহনী আক্রমণে গেলেও একপর্যায়ে মোহামেডান দাপট দেখাতে শুরু করে। তাতে ৬৫ মিনিটে মোহামেডান আবার ম্যাচে সমতা এনে সমর্থকদের স্বস্তি উপহার দেয়। হাবিবুর রহমান সোহাগের কর্নার থেকে উরু নাগাতার পা হয়ে নুরাতের শট ফিরে এসে ডিফেন্ডারের গায়ে লেগে। জটলতার ভেতর থেকে সাইড ভলিতে সোলেমান দিয়াবাতে স্কোর করেন ২-২।

এর পর শেষ দিকে উত্তেজনাপূর্ণ ম্যাচে আবাহনী চেষ্টা করেও আরও ব্যবধান বাড়াতে পারেনি। কুমিল্লার হাজারো দর্শকদের উপস্থিতিতে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুই দল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা