X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সমতার সমাজ গঠনে বঙ্গবন্ধুর চিন্তা বিশ্বের জন্য জরুরি: অমর্ত্য সেন

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২১, ১৮:৩৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৮:৪৩

নোবেল জয়ী অধ্যাপক অমর্ত্য সেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধর্মনিরপেক্ষতার চিন্তা ও দর্শন এখনও প্রাসঙ্গিক এবং বেশির ভাগ দেশের উচিত সমতার সমাজ গঠনে তা অনুসরণ করা। তিনি বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়া আদর্শগত বিভ্রান্তির চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তাই, এখন আমাদের বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতার ধারণাকে পথ নির্দেশক হিসেবে নেওয়ার কারণ রয়েছে। বঙ্গবন্ধুর চিন্তা ও দর্শন সব দেশের প্রয়োজন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার লন্ডন স্কুল অব ইকোনমিক্সের সাউথ এশিয়া সেন্টার (এলএসই) ও লন্ডনের বাংলাদেশ হাই কমিশন আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্যে একথা বলেন তিনি। ‘বঙ্গবন্ধু লেকচার সিরিজ’র দ্বিতীয় পর্ব ছিল এই আলোচনা। এবারের শিরোনাম ছিল ‘বঙ্গবন্ধু অ্যান্ড ভিশনস অব বাংলাদেশ’। এলএসই পরিচালক ব্যারোনেস মিনোশ শফিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশগ্রহণ করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-র চেয়ারপারসন অধ্যাপক রেহমান সোবহান, এলএসই সাউথ এশিয়া সেন্টারের পরিচালক অধ্যাপক আলনূর বিমানি এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম।

আলোচনায় অমর্ত্য সেন বলেন, শেখ মুজিব ধর্মনিরপেক্ষতাকে দেখেছেন স্বাধীনতার আলোকে। তিনি বলেন, ধর্মের রাজনৈতিক ব্যবহার না করার ক্ষেত্রে বঙ্গবন্ধুর শক্তিশালী স্বতন্ত্র যে ধরন ছিল, বর্তমান সময়ে তার বিস্তৃত ব্যবহার রয়েছে। যা কেবল বাংলার জন্য নয়, সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ।

তবে তিনি বলেছেন, ভারতীয় উপমহাদেশের কিছু অংশে এখনও ধর্মের রাজনৈতিক ব্যবহার রয়েছে। এতে এক ধর্মের তুলনায় অন্য ধর্ম সুবিধা পায়। যা প্রায়ই সহিংসতায় গড়ায়। ভারতের পরিস্থিতি আরও অনিশ্চিত। দেশটির ঐতিহাসিক ধারণা থেকে শুরু করে কিছুদিন আগ পর্যন্ত কয়েক দশক ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

বাংলাদেশের সংবিধান প্রণয়নে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ধারণাকে বিশেষভাবে উপস্থাপনের প্রসঙ্গ আলোচনায় তুলে ধরেন নোবেল জয়ী। তিনি বলেন, বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতার ধারণার মানে মানুষের ধর্মীয় স্বাধীনতা থাকবে না, এমন নয়। সেটি ছিল ধর্মের রাজনৈতিক ব্যবহার হবে না। সংবিধান প্রণয়নের সময় বলা হয়েছিল, এটি এমন নয় আমরা ধর্মপালন বন্ধ করব। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই নিজ নিজ ধর্ম পালন করবে। কেবল ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধ থাকবে।

বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতার ধারণার সঙ্গে সম্রাট আকবরের মতাদর্শের মিল থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু ও আকবরের মতাদর্শ এখনও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি কেবল ভারতে ব্যবহৃত হতে পারে তা নয়, পৃথিবীর অন্যান্য দেশেও প্রাসঙ্গিক। ইউরোপ-আমেরিকার রাজনৈতিক আলোচনায় তাদের ধারণার ব্যবহার হতে পারে। এটি হয়ত কেবল ধর্মীয় দিক থেকে নয়, বর্ণবাদ ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর অধিকারের আলোচনায়ও আসতে পারে।

নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ বলেছেন, সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সমতার সমাজ নির্মাণ করতে চেয়েছিলেন যেখানে সবার স্বাধীনতা ও সমান অধিকার থাকবে।

আলোচনায় অংশ নিয়ে চেয়ারপারসন অধ্যাপক রেহমান সোবহান বলেন, বঙ্গবন্ধুর মূল এজেন্ডা ছিল এমন সমাজ প্রতিষ্ঠা, যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণই হবে সম্পদ তৈরি এবং উপকারভোগী হওয়ার ক্ষেত্রে অংশীদার ও শাসক।  

/এএ/
সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া