X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জনবল সংকটে কুমেক হাসপাতাল

মাসুদ আলম, কুমিল্লা
২৮ জানুয়ারি ২০২১, ১৯:৩১আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৯:৩১

উপ-পরিচালক (তত্ত্বাবধায়ক) পদসহ চিকিৎক ও কর্মকর্তা সংকটে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল। দীর্ঘদিনের জনবল সংকটে রোগীরা তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই হাসপাতালে শয্যা ও ওয়ার্ড সংখ্যা বাড়ানো হলেও বাড়েনি জনবল। ফলে নির্ধারিত ক্ষমতার দ্বিগুণ বেশি রোগীর চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি,  এজন্য সেবার মান ধরে রাখা সম্ভব হচ্ছে না। ফলে প্রায়ই রোগীর স্বজনদের সঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটছে।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এই হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের সংকট থাকলেও এর সমাধানে ভূমিকা রাখেননি দায়িত্ব শেষ করে চলে যাওয়া একাধিক পরিচালক। তবে এই সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন এই হাসপাতালে নতুন পরিচালক হিসেবে যোগ দেওয়া ডা. মো. মহিউদ্দিন। তিনি চিকিৎসক ও কর্মকর্তাসহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে জনবল সংকট সমাধান, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের সেবা বৃদ্ধিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কুমেক হাসপাতাল বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া) ও জেলার ১৭ উপজেলার নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির মানুষের চিকিৎসাসেবার একমাত্র প্রতিষ্ঠান। রোগীদের অভিযোগ, জনবল সংকটে তারা এখানে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এছাড়া এই হাসপাতালের যন্ত্রপাতি, জনবল ও শয্যা সংকটেও চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক বিভাগের দেওয়া তথ্যে দেখা যায়, ৫০০ শয্যার এই হাসপাতালে পরিচালকের পদসহ চিকিৎসক ও কর্মকর্তাদের ১৭৮ অনুমোদিত পদের মধ্যে শূন্য রয়েছে ৩৫টি। এর মধ্যে কুমেক হাসপাতালের উপ-পরিচালক (তত্ত্বাবধায়ক) পদসহ সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ডার্মাটোলোজি, চক্ষু বিভাগের সিনিয়র কনসালট্যান্ট পদগুলো খালি আছে। এছাড়াও  মেডিসিন, ইএনটি, অ্যানেসথেসিয়া বিভাগের  জুনিয়র কনসালট্যান্টের একাধিক পদও শূন্য। হাসপাতালটি ঘুরে দেখা গেছে, প্রতিটি বিভাগেই এমন এক বা একাধিক পদে চিকিৎসক বা প্রশাসনিক কর্মকর্তা নেই।                     

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বর্তমানে কুমেক হাসপাতালে বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি, ফলে তারা বেকায়দায় পড়েছেন। তাছাড়া তৃতীয়, চতুর্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীর সংকটও চরম। ফলে পরিচ্ছন্নতার অভাবে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। এছাড়া হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, এমআরআই, ডিজিটাল এক্স-রে ও শিশু বিভাগের কয়েকটি মেশিন নেই।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালটি ১৯৯২ সালে ২৫০ শয্যা ও ২০০৮ সালে ৫০০ শয্যায় উন্নীত করা হয়। তবে জনবল ৫০০ শয্যার দেওয়া হয়নি। এখানে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৮শ’ জন রোগী ভর্তি হন। আউটডোরে চিকিৎসা নেন গড়ে প্রতিদিন এক হাজার ২শ’ রোগী। তাদের সেবা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

সূত্রমতে, রাজনৈতিক তদবিরে ৪র্থ শ্রেণিতে নিয়োগ হওয়ায় প্রকৃত পরিচ্ছন্নতা কর্মীরা নিয়োগ পাচ্ছেন না। তাই তারা পরিচ্ছন্নতার কাজ করতে চান না। এতে কর্তৃপক্ষকে সমস্যায় পড়তে হচ্ছে।

এদিকে সরঞ্জাম সংকটে অপরিণত বয়সে জন্ম নেওয়া নবজাতকদের নিয়ে বিপাকে পড়েছেন চিকিৎসক ও অভিভাবকরা। হাসপাতালে ইনকিউবেটর ও রেডিয়েন্ট ওয়ার্মার না থাকায় শিশুদের সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

চিকিৎসাধীন এক নবজাতকের মা সালমা বেগম জানান, সামর্থ্য না থাকায় আমার সন্তানকে সরকারি হাসপাতালে ভর্তি করেছি। তবে এখানের অধিকাংশ যন্ত্রপাতি নষ্ট।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেডিসিন বিভাগের ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, গত ৫ দিন ধরে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছি। এখানে সব পরীক্ষার যন্ত্রপাতি নেই। আবার বাইরে থেকে পরীক্ষা করার মতো অর্থও আমার হাতে নেই।’

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন বলেন, কুমেক হাসপাতালে যোগদান করেছে মাত্র সাপ্তাহ খানিক হবে। এখনও এই হাসপাতালের অনেক সমস্যা ও সংকটের বিষয়ে জানার সুযোগ হয়নি। তবে আমার প্রধান কাজ হবে রোগীদের সেবা বৃষ্টি করতে জনবল সংকট দূর করা। শূন্যপদ পূরণ করে রোগীদের সেবার মান বাড়ানো হবে। সেই সাথে বাথরুমসহ হাসপাতালকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম