X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চিকিৎসকের অবহেলায় নার্সের বাবার মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ২২:০১আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২২:০৫

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নার্সের বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ নার্সরা ওই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখলে প্রায় আধা ঘণ্টা হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত হয়। পরে সংশ্লিষ্টদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

এ ঘটনায় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রানা নুরুস শামসকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, সিনিয়র স্টাফ নার্স মো. রাজীব হোসেনের বাবা মো. বুলবুল মিয়া (৫০) অসুস্থ হয়ে পড়লে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অভিযোগ করা হয়, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সফিউল্লাহ আরাফাত প্রায় আধা ঘণ্টা পর্যন্ত ওই রোগীকে দেখতে আসেননি। পরবর্তীতে তিনি ওই রোগীকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যেতে বলেন। এরপর একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার পর বুলবুলের মৃত্যু হয়। সহকর্মীর বাবার মৃত্যুর ঘটনার জেরে রাত আটটার দিকে হাসপাতালের নার্সরা ওই চিকিৎসককে অবরুদ্ধ করে জরুরি বিভাগের সামনে বিক্ষোভ শুরু করেন। এর ফলে জরুরি বিভাগে আধা ঘণ্টা চিকিৎসা সেবা প্রদান ব্যাহত হয়। ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশের পাশাপাশি সংশ্লিষ্টরা এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন চিকিৎসক সফিউল্লাহ্ আরাফাত। সাংবাদিকদেরকে তিনি বলেন, ‘রোগী জরুরি বিভাগে আনার পর পরই আমি ওই রোগীকে দেখেছি। রোগীকে ইসিজি করার জন্যও বলা হয়। ভর্তির পরামর্শ দিয়ে কার্ডিওলজির ডাক্তার দেখবেন বলেও আমি রোগীর স্বজনদেরকে জানাই।’ 

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: শওকত হোসেন জানান,‘চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়েছে। তবে পুরো ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেয়ে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা