X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘অপরাধী’ কৃষক

তুষার আবদুল্লাহ
১৮ মে ২০১৯, ১৪:৫৮আপডেট : ১৮ মে ২০১৯, ১৫:০০

তুষার আবদুল্লাহ কৃষকের মতো অপরাধী কেউ নেই। কেমন বেহায়াপনা আছে। নির্লজ্জের মতো ফলন ফলিয়েই যাচ্ছে। শেষ কবে হাসি নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরেছিল, হাটে গিয়ে পূরণ হয়েছিল স্বপ্ন? আলু, টমেটো, ফুলকপি থেকে ধান। কোন ফসল ফলিয়ে পরিবারের অন্ন নিশ্চিত করতে পারছে? পাতে তিনবেলা খাবারেরই যখন নিশ্চয়তা নেই, তখন ছেলেমেয়ের লেখাপড়া, ঘরের চালা মেরামত, মেয়ের বিয়ে, বন্ধকি জমি ছাড়িয়ে নেওয়া এবং এনজিওর দেনা শোধের প্রতিশ্রুতির কথা ভাবনাতেই আনা যায় না। বরং নতুন করে আরেক খণ্ড জমি বন্ধক বা বেচে দেওয়া। এবং নতুন কারও কাছে ঋণের জন্য হাত পাতা। পথে টমেটো ছুড়ে দেওয়া, ফুলকপি গরুকে খেতে দেওয়া কৃষকের মতো এবার যে দু’জন কৃষক ধানক্ষেতে আগুন ধরিয়ে দিয়েছেন, আমি জানি তারা আবারও মাঠে ফিরে যাবেন। ফলাবেন ধান। নিরুপায় এই কৃষকের সামনে যেমন বিকল্প নেই, তেমনি তার এক প্রকার টানও আছে। সেই টান রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের মানুষের প্রতি। তিনি যদি উৎপাদনে না যান, তাহলে মানুষ খাবে কী? কৃষক যে এই কথাটি ভাবেন, তা আমরা উঁচু বা মধ্যতলার মানুষ অনুভব করতে পারি না। আমরা ভাবি কৃষক কেবল তার অন্নের কথা ভেবেই মাঠে ফসল ফলাচ্ছেন।

এই কথা নতুন নয়, গত প্রায় এক দশকের বেশি সময় ধরে আমরা জেনে আসছি কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। উৎপাদন খরচের চেয়ে কম দামে কৃষক ধান বিক্রি করছেন। সেচ, বীজ, সারের সংকটের পাশাপাশি ধানকাটার মজুরের ঘাটতিও আছে। প্রায় দেড় মণ ধানের দামে পাওয়া যাচ্ছে এক বেলার মজুর। কৃষি শ্রমিকরা শহর ও শিল্পমুখী হওয়াতে এই সংকট তৈরি হয়েছে। এক বিঘা জমির গড় ৩০ মন ধান ১৯ হাজার টাকায় ফলিয়ে বিক্রি করছেন ১৭ হাজার বা তারচেয়েও কম দামে।

রাষ্ট্র সেচের জন্য ডিজেল থেকে শুরু করে নানা খাতে ভর্তুকি দিয়ে আসছে। কিন্তু এখনও প্রকৃত কৃষকের হাতে ভর্তুকির সুবিধা পৌঁছে দেওয়া যায়নি। বর্তমান কৃষিমন্ত্রীও স্বীকার করেছেন সরকার যে ধান-চাল কিনছে, সেই সুবিধাও মধ্যস্বত্বভোগীদের ডিঙিয়ে কৃষকের কাছে পৌঁছানো যাচ্ছে না। কৃষকের ধান মজুত রাখার মতো আর্থিক ও অবকাঠামো সচ্ছলতা নেই। ফলে কৃষকদের একটি বড় অংশকে মাঠ থেকেই ধান বিক্রি করে দিতে হচ্ছে। মজুতদারদের কারসাজিতে দাম যখন বাড়ে, তখন কৃষকের গোলায় ধান নেই।

কৃষকের কপালপোড়ার আরেক কারণ, চাল আমদানি। দেশে আউশ, আমন ধানের বাম্পার ফলন হবে এই পূর্বাভাসের পরেও চাল আমদানি বন্ধ হয়নি। বাম্পার ফলনের বাজারে আরও জল ঢেলে দেওয়া। সরকারের কাছে কৃষককে ন্যায্যমূল্য দেওয়ার তাৎক্ষণিক সমাধান নেই। সরকার সমাধান খুঁজছে চাল রফতানিতে। সেটি স্থায়ী হিসাব-নিকাশের বিষয়। অর্থনীতিবিদদের কাছ থেকে কোনও তড়িৎ ব্যবস্থাপত্র পাওয়া যাচ্ছে না। তারা  জোর দিচ্ছেন সরকারের ধান-চাল সংগ্রহ আরও আগে শুরু করা যায় কিনা। এবং বীজ বপনের খরচ কমাতে স্থানীয় প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা। আর সনাতন কথা-সরকারের কাছে যেহেতু কৃষকের তালিকা আছে, সেহেতু প্রযুক্তি খরচে সরকারের আর্থিক খরচ সহজে পৌঁছানো যায় কিনা এবং কৃষকদের সঙ্গে সরকারকে যৌথ পরিকল্পনা গ্রহণ।

রাষ্ট্র অবগত থাকার পরেও কৃষককে ভর্তুকি দেওয়া, কৃষি ঋণ, ধান-চাল সংগ্রহ কর্মসূচিকে দুর্নীতিমুক্ত করতে পারেনি। বরং মধ্যস্বত্বভোগী, মজুত সিন্ডিকেটের কাছে কৃষি ও খাদ্য বিভাগের এক প্রকার অসহায়ত্ব দৃশ্যমান। দুর্নীতি এখন আর শাক দিয়ে ঢেকে রাখা সম্ভব হচ্ছে না। হয়নি কখনও। তথ্য প্রকাশের নানা নিয়মনীতির ঢাকনা উড়ে গিয়ে দুর্নীতির খবর দ্রুত ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ফ্ল্যাটে মাল উঠানোর দুর্নীতি ভেসে বেড়াচ্ছে। একটি বালিশ ফ্ল্যাটে তুলে দিয়ে এক মণ ধানের দামের চেয়ে বেশি মজুরি পেয়েছেন এক শ্রমিক। সরকারি ফ্ল্যাটে বিছানার চাদর তুলে দিয়ে সরকারী কর্মচারীরা যে মজুরী নিচ্ছেন, সেটা প্রায় দেড় মন ধানের বিক্রি মূল্যের সমান ।

কৃষক এই দুর্নীতির কথা জানেন। প্রতিবাদ না করে অভিমানে নিজের ফসল পুড়িয়ে দিচ্ছেন। তবে আমাদের সাবধান থাকা উচিত, অভিমান যখন প্রতিবাদে রূপ নেয়, তা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাধ্যে কুলোয় না।

লেখক: বার্তা প্রধান, সময় টিভি

/এসএএস/এমএমজে/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বশেষসর্বাধিক

লাইভ