X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট শিগগিরই আলোর মুখ দেখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নড়াইল প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট খুব শিগগিরই আলোর মুখ দেখবে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত খুনীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি, খুব দ্রুতই তাদের চিহ্নিত করতে সক্ষম হব।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার একটি রিসোর্টে খুলনা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভার শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দেশে জঙ্গিবাদ বা উগ্রবাদের কোনও ঠাঁই হবে না। জঙ্গিদের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সবসময় তৎপর। কোনোভাবেই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এ দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা খুঁজে খুঁজে বের করে জঙ্গিদের নির্মূল করেছি। জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে আমরা সফল হয়েছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বাংলাদেশে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রয়োজনে তাদের দেশে ঢুকতে দেওয়া হবে না। গোয়েন্দা সংস্থার লোকজন ও নিরাপত্তা বাহিনী এদের ব্যাপারে কড়া নজরদারি শুরু করেছি।’
সুন্দরবনের জলদস্যু ও বনদস্যুদের দমনে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পুলিশ-র্যা বসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে জলদস্যু ও বনদস্যুদের দমনে সফল হয়েছে।এদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করছে। এটি অবশ্যই একটি ইতিবাচক দিক।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি এসএম মনিরুজ্জামান, খুলনার পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপাররা।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়া থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।


/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?