X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

খুলনার অভ্যন্তরীণ রুটে মিনিবাস চলাচল শুরু

খুলনা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১০

খুলনা খুলনা থেকে অভ্যন্তরীণ রুটে মিনিবাস চলাচল শুরু হয়েছে। সোমবার দুপুর আড়াইটা থেকে প্রাথমিকভাবে খুলনা থেকে পাইকগাছা, সাতক্ষীরা, মংলা ও গোপালগঞ্জ রুটে মিনিবাস চলাচল করেছে। সন্ধ্যায় খুলনা বিভাগের ধর্মঘটের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে প্রশাসন ও স্থানীয় শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক শেষে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি জানান, ঢাকায় ফেডারেশনের বৈঠক শেষে সন্ধ্যায় খুলনা বিভাগে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, ‘জেলা প্রশাসনের সঙ্গে আমরা ফলপ্রসূ বৈঠক করেছি। আলোচনায় সহজেই সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। এ কারণে অভ্যন্তরীণ রুটের ধর্মঘট প্রত্যাহার করে মিনিবাস চলাচল শুরু করা হয়েছে। এখন বিভাগের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।’
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টু জানান, খুলনার শ্রমিক নেতারা অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু করার জন্য প্রস্তাব করেছেন। তারা বিভাগের সিদ্ধান্ত নিতে পারবেন না। আমরা কেন্দ্রীয় কমিটির নেতারা পরিবহন মালিকদের সঙ্গে মতিঝিলের কার্যালয়ের বৈঠক থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। পরিকল্পনা ছিল বিভাগের ধর্মঘট দেশব্যাপী কোনও প্রক্রিয়ায় ছড়ানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। এখন খুলনার মোটর শ্রমিক নেতাদের প্রস্তাবটিও আলোচনায় আসবে। সিদ্ধান্ত সন্ধ্যার পর জানানো সম্ভব হবে।

খুলনা বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার মো. ফারুক হোসেন বলেন, ‘শ্রমিক নেতাদের সঙ্গে ধর্মঘট নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনায় সন্তোষজনক সমাধান হয়েছে। অভ্যন্তরীণ রুটে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদসহ পাঁচ জন নিহত হন। এই ঘটনায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এর প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় রবিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়।

/এমডিপি/ এপিএইচ/

আরও পড়ুন: 
পরিবহন ধর্মঘট: বেনাপোলে আটকা পড়েছে শত শত যাত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রাঘাতে দুই জেলায় ৫ জনের মৃত্যু
বজ্রাঘাতে দুই জেলায় ৫ জনের মৃত্যু
ভাঙা হাটের দিন
ভাঙা হাটের দিন
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
গাজার স্বাস্থ্যকেন্দ্রে চার শতাধিক ইসরায়েলি হামলা
গাজার স্বাস্থ্যকেন্দ্রে চার শতাধিক ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা