X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১
কুসিক নির্বাচনে প্রাপ্ত ভোট

আ.লীগ ৫৭,৮৬৩; বিএনপি ৬৮,৯৪৮

এমরান হোসাইন শেখ ও পাভেল হায়দার চৌধুরী, কুমিল্লা থেকে
৩০ মার্চ ২০১৭, ১৮:৪৬আপডেট : ৩০ মার্চ ২০১৭, ২১:৫৩

 

কুসিক নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। নির্বাচনে স্থগিত দুই ভোটকেন্দ্র বাদে বাকি ১০১টি কেন্দ্রের ফলাফলে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার চেয়ে তিনি ১১ হাজার ৮৫ ভোট বেশি পেয়েছেন। কুমিল্লা টাউন হল মিলনায়তনে কেন্দ্রভিত্তিক বেসরকারি এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

বৃহস্পতিবার (৩০ মার্চ) কুসিক নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফল ঘোষণার মাধ্যমে সন্ধ্যা সাড়ে ৬টার পর কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা শুরু করেন রকিব উদ্দিন মণ্ডল। স্থগিত হওয়া দুই কেন্দ্র বাদে ১০১টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট।

কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা শেষে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, নির্বাচনে মোট এক লাখ ৩২ হাজার ৬৯০ ভোট পড়েছে। ভোট পড়ার হার ৬৩ দশমিক ৯২ শতাংশ। তিনি বলেন, ‘আগামীকাল শুক্রবার (৩১ মার্চ) সকাল ১১টায় নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয় কুমিল্লা থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা করা হবে।’

রিটার্নিং অফিসার আরও বলেন, ‘নির্বাচনি আচরণবিধি অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা আচরণবিধি মেনে চলবেন।’

ফল ঘোষণার আগে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘ছোটখাটো দু’য়েকটি গোলযোগপূর্ণ ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। দু’টি কেন্দ্রে নিরাপত্তা পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। কেন্দ্র দু’টি হলো কুমিল্লা সিটি কলেজ ও চৌয়ারা ইসলামিয়া মাদ্রাসা।’

উল্লেখ্য, ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটি করপোরেশনে মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে ১ লাখ ২ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ৫ হাজার ১১৯ জন মহিলা। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১০৩টি এবং ভোট কক্ষ ৬২৮টি। প্রিজাইডিং অফিসার ১০৩, সহকারী প্রিজাইডিং অফিসার ৬২৮ এবং পোলিং অফিসারের দায়িত্ব পালন করছেন ১ হাজার ২৫৬ জন।

/এমএনএইচ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!