X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মামলা প্রত্যাহারসহ ৮ দফা দাবিতে জাবি শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

জাবি প্রতিনিধি
০৫ জুন ২০১৭, ০৩:০২আপডেট : ০৫ জুন ২০১৭, ০৩:১৩

মামলা প্রত্যাহারসহ ৮ দফা দাবিতে জাবি শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ আট দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

এর আগে গতকাল শনিবার অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় আগামী ৮ জুন বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত না আসায় সংবাদ সম্মেলনে মানববন্ধন করার ঘোষণা দেয় ঐক্যমঞ্চ।

শিক্ষক-শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, আন্দোলনে হামলাকারীদের বিচার, প্রক্টরের জবাবদিহিতা, ঘাতক চালককে খুঁজে বের করে আইনের আওতায় আনা, নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণ।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের অন্যতম মুখপাত্র অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘কেন পুলিশ সেদিন কোনও প্রকার হুঁশিয়ারি না দিয়ে নিরস্ত্র ও নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিলো? এর জবাব প্রশাসনের কাছে চাই। প্রশাসন যদি সেদিন হুকুম না দিলে এমনটি হতো না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনড় থাকবো।’

দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভিভাবক যখন শাসক শ্রেণির প্রতিনিধি হয়ে উঠেন তখন বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় থাকে না। শিক্ষার্থীদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অবিচার সহ্য করবে না।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষক-শিক্ষার্থীরা। এজন্য পুনরায় তদন্ত কমিটি গঠনের দাবি জানান তারা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. শরিফ উদ্দিন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মানস চৌধুরী, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সোমা মুমতাজ, জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান নাদিম, জাবি ছাত্রফ্রন্টের সভাপতি মাসুক হেলাল অনিকসহ অনেকে।

প্রসঙ্গত, গত ২৬ জুন ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় নাজুমল হাসান রানা ও মেহেদী হাসান আরাফাত নামের দুই শিক্ষার্থী নিহত হন। ওই দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ এবং নিরাপদ সড়কের দাবিতে পরদিন ২৭ মে সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকালে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে তারা উপাচার্যের বাসভবনের ফটকের তালা ভেঙে প্রাঙ্গণে অবস্থান নেয়। এসময় উত্তেজিত কিছু শিক্ষার্থী ভাঙচুর চালায়। পরে ওইদিন রাতেই ৩১ জনসহ অজ্ঞাতনামা আরও কয়েক শিক্ষার্থীকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
দুই মাস পর ইলিশ ধরা শুরু
দুই মাস পর ইলিশ ধরা শুরু
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস