X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ঈদে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময়

হিলি প্রতিনিধি
২৬ জুন ২০১৭, ১৩:০০আপডেট : ২৬ জুন ২০১৭, ১৩:০৩

ঈদে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময় (ছবি- হিলি প্রতিনিধি)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপরদিকে, বিজিবিকেও মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ।

সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলারের নিকট ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী ভারতের পতিরাম ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ধর্মেন্দ্র সিংয়ের হাতে উপহারের মিষ্টি তুলে দিয়ে ঈদের শুভেচ্ছা জানান এবং একে অপরের কুশল বিনিময় করেন। পরে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ৫ প্যাকেট মিষ্টি ও ফল উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের ১৯৯ পতিরাম ও ১৮৩ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও স্টাফ অফিসারদের জন্য পাঁচ প্যাকেট এবং বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার বরাবর দুই প্যাকেট মিষ্টিসহ মোট দশ প্যাকেট মিষ্টি দেওয়া হয়।

ঈদে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময় (ছবি- হিলি প্রতিনিধি) 2

অন্যদিকে, পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক, ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক বরাবর দুই প্যাকেট মিষ্টি ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডারের পক্ষে থেকে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার বরাবর দুই প্যাকেট মিষ্টিসহ মোট ৫ প্যাকেট মিষ্টি ও ফল তুলে দেওয়া হয়।

লে.কর্নেল ইমতিয়াজ চৌধুরী বলেন, ‘আজ (সোমবার) আমাদের পবিত্র ঈদুল ফিতুর। এ উপলক্ষে আমাদের আনন্দ বিএসএফের সঙ্গেও ভাগাভাগি করতে চাই। তাই আমরা বিএসএফের সদস্যদের সঙ্গে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করলাম। এসময় তারাও আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এছাড়াও স্থানীয় বিজিবি ক্যাম্পে ঈদ উপলক্ষে আয়োজিত উৎসবে যোগ দেওয়ার জন্য তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমরা।’

তিনি আরও বলেন, ‘শুভেচ্ছা ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আন্তরিকতা আরও বাড়বে বলেই আমি বিশ্বাস করি।’

শুভেচ্ছা ও মিষ্টি বিনিময়ের সময় আরও উপস্থিত ছিলেন- বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদার ও পোস্ট কমান্ডার নায়েক শাহজাহান আলী এবং ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি সুরেশ কুমার, চেকপোস্ট কমান্ডার বেদেন্ত সিংসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টি এবং প্রেম
বৃষ্টি এবং প্রেম
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?