X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কামারখন্দে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৩০

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ জুন ২০১৭, ১৭:১২আপডেট : ২৮ জুন ২০১৭, ২১:০৫

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত এবং আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইকোশা ও বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসু দেব সিনহা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম ফরিদুল  ইসলাম (২৫)। তিনি পাইকোশা গ্রামের দানেজ আলীর ছেলে। সংঘর্ষে আহত হলে প্রথমে তাকে জেলা সদরের আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঈদের আগে টাকা-পয়সার ভাগ-বাটোয়ারা নিয়ে পাইকোশা ও বাগবাড়ি গ্রামের দুই দল যুবলীগ নেতাকর্মীর মধ্যে গণ্ডগোল হয়। এর জের ধরে বুধবার দুপুরে যুবলীগের দুটি পক্ষ আবারও সংঘাতে জড়িয়ে পড়ে। এতে পরে দুই গ্রামের মানুষরাও জড়িয়ে যায়। এসময় লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় গ্রামের লোকজন একে-অপরের ওপর হামলে পড়ে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে ৬-৭ জনকে উদ্ধার করে জেলা সদরের আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

ওসি বাসু দেব বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।’

সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, 'সংঘর্ষের ঘটনায় যে ক’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার মধ্যে পাইকোশার আনোয়ার নামে অন্য একজনের অবস্থা আশংকাজনক।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস