X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রাজশাহী ও লালমনিরহাটে পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ১৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ০৭:২৫আপডেট : ১৯ জুলাই ২০১৭, ০৭:৩৭

-

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি বছরের ডিগ্রি (পাস কোর্স) পরীক্ষায় অন্যের হয়ে (প্রক্সি) পরীক্ষা দেওয়ার সময় দুই জেলায় ১৫ জনকে আটক  করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজ থেকে ১৩ জন ও লালমনিরহাটের মজিদা খাতুন সরকারী মহিলা কলেজ কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। মঙ্গলবার (১৮ জুলাই) ইংরেজি পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষ ও ভ্রাম্যমান আদালতের অভিযানে তাদের আটক করা হয়।

পরীক্ষার কেন্দ্র থেকে আটককৃতদের ব্যাপারে জানানো হয়, তারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী সরকারী কলেজ ও রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ও রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী। টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিল তারা। কিন্তু পরীক্ষা চলাকালীন সময়ে তাদের স্বাক্ষর ও পিতার নাম যাচাই করার সময় অমিল পাওয়া যায়। কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি। পরে তাদের আটক করা হয় বলে জানায় কর্তৃপক্ষ।

রাজশাহী প্রতিনিধি জানান, কেশরহাট ডিগ্রি কলেজের পরীক্ষার্থী সেজে সেখানে পরীক্ষা দিতে এসেছিল রাজশাহীর ১৩ জন শিক্ষার্থী। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী সরকারী কলেজ ও রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি অনার্স বিষয়ের শিক্ষার্থী। আটককৃতরা হলো- সাব্বির হোসেন, মোস্তাফিজুর রহমান, মিঠু রহমান, আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, আব্দুস সালাম, মোতালেব হোসেন, জান্নাতুল ফেরদৌস, আল আমিন, রুবেল আলী, এমরান আলী ও কাওসার হোসেন।

এ ব্যাপারে রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের সচিব ও কলেজটির উপাধ্যক্ষ মকবুল হোসেন জানান, অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দেওয়ার অপরাধে তাদেরকে আমরা আটক করে রেখেছি।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ ব্যাপারে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, এখনও তারা কলেজ কর্তৃপক্ষের কাছে আটক রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

লালমনিরহাট প্রতিনিধি জানান, মিলন চন্দ্র রায় নামে একজন ভূয়া পরীক্ষার্থীকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আট হাজার টাকার বিনিময়ে ডিগ্রি পাস কোর্সে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিল সে। তাকে টোপ হিসেবে ব্যবহার করে মূল পরীক্ষার্থী মানিক চন্দ্র রায়কেও ধরা হয়েছে। উভয়কেই ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এ ব্যাপারে লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ সূত্র জানায়, আটককৃত মিলন চন্দ্র রায় রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিষয়ে অনার্স শেষ বর্ষের ছাত্র।

লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় মানিক ও মিলনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। তাদেরকে লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

এছাড়াও একই কেন্দ্রে আরবী হক ও রতন মিয়াকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার (এক্সফেল) করা হয়েছে। এরা সবাই ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?