X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে সাব-রেজিস্ট্রার না থাকায় ভোগান্তি

ময়মনসিংহ প্রতিনিধি
১২ আগস্ট ২০১৭, ০৩:১৯আপডেট : ১২ আগস্ট ২০১৭, ০৪:১০





ময়মনসিংহ সাব-রেজিস্ট্রি অফিস ময়মনসিংহ সদরে সাব-রেজিস্ট্রার বদলির ১১ দিন পরেও নতুন সাব-রেজিস্ট্রার যোগদান না করায় থমকে গেছে ময়মনসিংহ সদর ভূমি রেজিস্ট্রি অফিসের কাজ। ফলে ভোগান্তিতে পড়েছেন ময়মনসিংহ সদরের হাজার হাজার মানুষ।



স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, দলিল লেখকদের দিয়ে সব কাজ করার পর গত এক সপ্তাহের মধ্যে ৪ দিন তিনি এ অফিসে এসেছেন। কিন্তু সাব-রেজিস্ট্রার না থাকায় তার জমি রেজিস্ট্রি কাজ শেষ করতে পারছেন না।
তিনি আরও জানান, সংসারের প্রয়োজনে জমি বিক্রি করলেও রেজিস্ট্রি কাজ শেষ না হওয়ায় পাওনা টাকা নিতে পারছেন না।
ময়মনসিংহ সদরের দাপুনিয়া গোষ্টা গ্রামের শামছুল হক মাস্টার সুহিরা মৌজায় কেনা জমির নাম খারিজ করতে দলিলের নকল উঠানোর জন্য গত ১৫ দিন আগে আবেদন করেছেন। ৫ দিন ধরে তিনি টানা ভূমি রেজিস্ট্রি অফিসে আসছেন। কিন্তু সাব-রেজিস্ট্রার না থাকায় দলিলের নকলের সার্টিফাইড কপি নিতে পারছেন না। শুধু আনোয়ার হোসেন কিংবা শামছুল হক মাস্টারই না, এ রকম ভোগান্তিতে পরেছেন অনেকে।
জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী কাজল কুমার চন্দ্র জানান, ময়মনসিংহ সদরের সাব-রেজিস্ট্রার সাইফুল ইসলাম গত ২৩ জুলাই ঢাকায় বদলি হন। ফলে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় তারাকান্দা উপজেলার সাব-রেজিস্ট্রার উমর ফারুককে। তিনি একাধারে ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রারের দায়িত্বও পালন করছেন। একই ব্যক্তি ৩টি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় রেজিস্ট্রি সংক্রান্ত কোনও কাজ করতে পারছেন না। এমনকি তিনি অফিসেও আসছেন না।
অতিরিক্ত দায়িত্বে থাকা সদরের সাব-রেজিস্ট্রার উমর ফারুক জানান, ৩টি অফিসের দায়িত্বে থাকায় কোনও কাজই সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না। শিগগিরই ময়মনসিংহ সদর ভূমি রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রার যোগদান করবেন, তখন আর কোনও সমস্যা থাকবে না।
দলিল লেখক আব্দুল করিম সরকার জানান, সদরের সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিদিন গড়ে শতাধিক জমি রেজিস্ট্রির কাজ ছাড়াও দলিলের নকলের কাজ, সার্টিফাইড কপিসহ বিভিন্ন কাজ হয়ে থাকে। সাব-রেজিস্ট্রার না থাকায় শুধু সাধারণ মানুষ না, দলিল রেজিস্ট্রি কাজে নিয়োজিত দলিল লেখকরাও সমস্যায় পরেছেন।
জেলা নকল নবিশ সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, রেজিস্ট্রিসহ অন্যান্য কাজ না হওয়ায় সরকারও লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত নতুন সাব-রেজিস্ট্রার যোগদান না করলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
/এসএসএ/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?