X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

১৮শ’ স্প্লিন্টার নিয়ে বেঁচে আছেন মাহবুবা পারভীন

নাদিম হোসেন, সাভার
২১ আগস্ট ২০১৭, ১০:০৯আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১০:১২

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় ভাগ্যক্রমে প্রাণে বাঁচেন মাহবুবা পারভীন

সেদিনের গ্রেনেড হামলার পর ঘটনাস্থলে পড়ে থাকা রক্তাক্ত পারভীন বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটাই বুঝতে পারেননি কেউ। প্রথমে তাকে মৃত মনে করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। মর্গের লাশঘরে তাকে ফেলে রাখা হয়। টানা ছয় ঘণ্টা লাশঘরে পড়ে থাকার পরে বোঝা যায় যে তিনি জীবিত আছেন। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আশিষ কুমার মজুমদার লাশ শনাক্ত করতে গিয়ে মাহবুবা পারভীনকে জীবিত দেখতে পান। এরপর ৭২ ঘণ্টা পর তার জ্ঞান ফিরে আসে। পরবর্তীতে পারভীনের অবস্থার উন্নতি না হলে, ভালো চিকিৎসার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভারতের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এরপর থেকে শরীরে ১৮শ’ স্প্লিন্টার নিয়ে বেঁচে আছেন তিনি।

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মাহবুবা পারভীনের নতুন জীবন পাওয়ার গল্প এটি। সেদিনের ভয়াবহ গ্রেনেড হামলায় ঘটনাস্থলেই নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের লাশের পাশে যে তিনজন নারীকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, তাদেরই একজন সাভারের মাহবুবা পারভীন। বাংলা ট্রিবিউনের সঙ্গে সেদিনের প্রসঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান তিনি।

ঘটনার পর ১৩ বছর পেরিয়ে গেলেও আজও তাকে সেদিনের ভয়াল স্মৃতি তাড়া করে বেড়ায়, এমনটাই জানিয়েছেন মাহবুবা পারভীন। তিনি বলেন, ‘মাত্র তিনটা স্প্লিন্টার বের করা গেছে। মাথায় থাকা গ্রেনেডের দুটি স্প্লিন্টার খুব কষ্ট দেয়।’

পারভীন জানান, ২০১৬ সালের ১৫ নভেম্বর তার স্বামী অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট এমএ মাসুদ মারা যান। দুই ছেলের মধ্যে বড় ছেলে আসিফ পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন। ছোট ছেলে রোওশাদ যোবায়ের একজন আর্কিটেক্ট। ইতোমধ্যে উচ্চশিক্ষার জন্য পর পর দু’বার তিনি কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের অফার লেটার পেয়েছেন। ছেলের কানাডায় লেখাপড়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পারভীন। তিনি বলেন, ‘রাজনীতির জন্যেই এতো কষ্ট সহ্য করতে হচ্ছে। নিজের জন্য আর চাওয়ার কিছু নাই। এখন ছেলেদের উচ্চশিক্ষার ব্যাপারে সরকারের সহায়তা পেলে আর কিছুই চাওয়ার নাই।’

তিনি আরও বলেন,‘ বঙ্গবন্ধু কন্যাকে যারা হত্যা করার ষড়যন্ত্র করেছে, আইভি রহমানসহ ২৩ জন নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের শাস্তি দেখে যেতে না পারলে মরেও শান্তি পাব না।’

/এএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা