X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আগুনে ছয় শ্রমিকের মৃত্যু: ৯ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৭, ০৭:৫৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০৭:৫৫

অগ্নিকাণ্ডের পর আইডিয়াল টেক্সটাইল মিল (ফাইল ছবি) মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুর এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলে অগ্নিদগ্ধ হয়ে ছয় শ্রমিক নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে মালিকপক্ষের একজনসহ ৯ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছে। বৃহস্পতিবার  (২১ সেপ্টেম্বর) রাতে এসআই মো. শাহাদাৎ হোসেন বাদী হয়ে মামলা করেন বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি আলমগীর হোসেইন।

তিনি জানান, বুধবার আইডিয়াল টেক্সটাইল মিলের জিএম ক্ষিতিশ সরকার, হিসাবরক্ষক আরমান হোসেন, প্রহরী ওমর আলী, মো. ওসমান ও উত্তমকে আটক করে পুলিশ। তাদেরও মামলার আসামি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মূল কারখানা ভবনের পাশের একটি ৬ তলা ভবনকে কারখানার বিভিন্ন  কাজ, গোডাউন হিসেবে ব্যবহার করা হতো। বুধবার সকালে ভবনের নিচতলায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের ফুলকি পাশে রাখা রাসায়নিক পদার্থের ওপর পড়লে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।এতে ৬ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে নিহত হন।

জেলা পরিবেশ অধিদফতরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন মিলটি পরিবেশ ছাড়পত্র নবায়ন না করেই এতদিন ধরে চলছিল। অগ্নিকাণ্ডে ছয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলী মজুমদার।

তিনি আরও জানান, ‘বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্ত শেষে ৬ শ্রমিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে মিলের পক্ষ থেকে ৫০ হাজার টাকা, পাশের সামিট কোম্পানি থেকে ৫০ হাজার টাকা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস