X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘রাজসিক নাটোর’ নামে জেলা ব্র্যান্ডিং

নাটোর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ০৪:৩৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ০৪:৪২

‘রাজসিক নাটোর’ নামে জেলা ব্র্যান্ডিং নাটোর জেলার ব্র্যান্ডিং হবে ‘রাজসিক নাটোর’ নামে। এর ইংরেজি করা হয়েছে ‘ল্যান্ড অব কুইন’। অর্ধ বঙ্গেশ্বরী মহারাণী ভবানীর নামানুসারে এই নামকরণ করেছে জেলা প্রশাসন।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলা ব্র্যান্ডিং, কিশোর বাতায়ন এবং উদ্ভাবকের খোঁজে অনুষ্ঠান বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রেস ব্রিফিংয়ে এই নাম ঘোষণা করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। সোমবার দুপুর পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভূঁঞা এবং জেলা তথ্য কর্মকর্তা সামিল আলম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান কাঁচাগোল্লা, উত্তরা গণভবন, চলনবিল, বনলতা সেন এবং মহারাণী ভবানীর জন্য নাটোর বিখ্যাত। কিন্তু দেশে-বিদেশে রাণী ভবানীর নাটোর নামেই নাটোরকে মানুষ বেশি চেনেন। বিভিন্ন পেশাজীবী ও সমাজের অভিজাত মানুষদের সঙ্গে দীর্ঘদিনের ধারাবাহিক আলোচনা শেষে এই রাজসিক নাটোর নামে এই জেলাকে ব্র্যান্ডিং-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঘরে বসে সরকারের বিভিন্ন সেবা পাওয়ার জন্য জেলা প্রশাসন ইতোমধ্যেই ই-সার্ভিস চালু করেছে। এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী নাটোর অ্যাপস, এক্সপেরিমেন্ট সফ্টওয়্যার, ট্যুরিজম নাটোর ইত্যাদি চালু করা হয়েছে। যে কোনও ব্যক্তি কোনও ধরনের ঘুষ,সময়ক্ষেপণ এবং দালালের খপ্পরে পড়া ছাড়াই এসব সেবা পেতে সংশ্লিষ্ট সাইটে প্রবেশ করে সার্চ দিতে পারেন। নাটোর এবং দেশের বৃহত্তর স্বার্থে স্বল্পতম সময়ের মধ্যে নাটোরকে একটি পর্যটন জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন সচেষ্ট রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?