X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নৌ-পুলিশকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ১৭:০২আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৭:১১

অন্যান্যের মধ্যে আসাদুজ্জামান খান কামাল (ছবি- প্রতিনিধি)

বাংলাদেশ পুলিশকে আরও সমৃদ্ধ করার জন্য নৌ-পুলিশকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, নৌ-পুলিশকে আরও শক্তিশালী করার জন্য সরঞ্জাম ক্রয়ের ব্যবস্থা করেছি। একজন চৌকস পুলিশ কর্মকর্তার নেতৃত্বে নৌ-পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ী পৌরসভায় এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনও বিকল্প নেই বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার উপায় হলো আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করা।’

দিন দিন বাংলাদেশ উন্নত হচ্ছে দাবি করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বের একজন নন্দিন নেতা।’

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মন্ত্রী সদরের নব-নির্মিত মহেন্দ্রপুর পুলিশ ফাঁড়ি, কালুখালী উপজেলার কালুখালী নতুন থানা ভবন ও বালিয়াকান্দি থানার নব-নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করেন। পরে বালিয়াকান্দি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী রোজী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন নাহার চৌধুরী লাভলী, বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ড. এ কে এম আজাদুর রহমান, পুলিশ সুপার সালমা বেগম (পিপিএম) প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস