X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কমলগঞ্জে হামলা চালিয়ে আসামি ছিনতাই, চার পুলিশ আহত

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৮, ০১:৫০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ০১:৫৭

মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আব্দুল মতলিব (৩৮) নামের এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে তার স্বজনেরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। শনিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার (৭ জানুয়ারি) রাতে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ারুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

আব্দুল মতলিব উপজেলার বাঘমারা গ্রামের আব্দুল গফুরের ছেলে। আব্দুল মতলিবের বিরুদ্ধে বন আইনে ৮টি মামলা রয়েছে। প্রত্যক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

পুলিশ জানায়, কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক ধাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হামিদ, এএসআই সুশেন ও রিজার্ভ পুলিশের সদস্য দীপেন্দ্র দাশ আহত হয়েছেন। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, শনিবার রাত ২টায় এসআই চম্পক ধাম, এএসআই মো. আব্দুল হামিদ ও মহসীনসহ পুলিশের একটি দল বাঘমারা গ্রামে অভিযান চালিয়ে মতলিবকে গ্রেফতার করে। এসময় মতলিবের স্বজনেরা পুলিশের ওপর হামলা চালায় এবং মতলিবকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়। আত্মরক্ষার্থে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে খবর পেয়ে মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ারুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ সার্কেল) খন্দকার মো. আশফাকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

কমলগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন পিপিএম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। মতলিবসহ হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?