X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আগাম কেটে রাখা ৪৭৪টি টিকিট মিললো রেলস্টেশনের আলমারিতে

জামালপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৮, ২০:১৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০৮:৩২

অগ্রীম কেটে রাখা ৪৭৪টি টিকিট মিললো রেল স্টেশনের আলমারিতে জামালপুরের ইসলামপুর রেল স্টেশনের প্রধান মাস্টারের আলমারি থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৪৭৪ টি আগাম কেটে রাখা টিকেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তার নেতৃত্বে নিরাপত্তাকর্মীরা টিকেট কাউন্টার কক্ষে এসে অভিযান চালিয়ে অবৈধভাবে কেটে রাখা এই টিকিটগুলো উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে বাংলাদেশ রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা খায়রুল ইসলামের নেতৃত্বে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল ইসলামপুরে রেল স্টেশনে যায়। পরে প্রধান মাস্টারের একটি আলমালি ভেঙে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের প্রথম শ্রেণিসহ বিভিন্ন শ্রেণির ৪৭৪টি আগাম কাটা অবৈধ টিকেট উদ্ধার করা হয়। এ সময় রেলওয়ের টিটি ইন্সপেক্টর শাখাওয়াতুজ্জামানসহ রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।

এ ঘটনা জানাজানি হলে শত শত মানুষ রেল স্টেশনে ভীড় জমান। এ সময় স্টেশনে উপস্থিত ভুক্তভোগী যাত্রীরা দুর্নীতিবাজ স্টেশন মাস্টার আমিনুল ইসলামের চাকরিচ্যুতিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। ভুক্তভোগীরা জানান, ইসলামপুর স্টেশনে মাস্টার হিসেবে আমিনুল ইসলামের যোগদানের পর থেকে অধিকাংশ সময় কাউন্টারে কোনও টিকিট পাওয়া যায় না। টিকিট চাইলে বলা হয়ে থাকে টিকিট নেই, শেষ হয়ে গেছে।

এ ব্যাপারে অভিযুক্ত স্টেশন মাস্টার আমিনুল ইসলাম জানান, অনলাইনে ইসলামপুর স্টেশনের কোটা টিকেট অন্য স্টেশন থেকে কেটে নেওয়া রোধ করতে এবং যাত্রীদের অগ্রিম বুকিং হিসেবে কিছু টিকিট কেটে রাখা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দানকারী রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, ‘তদন্ত চলছে। তদন্তের পর ঊর্দ্ধতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এএসআই মো. ছোহরাব আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই বছর পর আবার একসঙ্গে...
দুই বছর পর আবার একসঙ্গে...
বৃষ্টি এবং প্রেম
বৃষ্টি এবং প্রেম
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
পরপারে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মেনোত্তি
পরপারে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মেনোত্তি
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?