X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পানির সংকটে সময়মতো আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস, অভিযোগ ব্যবসায়ীদের

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৭ জুন ২০১৮, ১৩:০৪আপডেট : ০৭ জুন ২০১৮, ১৩:১৪

ময়মনসিংহের গাঙ্গিনারপাড়ের হকার্স মার্কেটে আগুন পানির সংকটে ফায়ার সার্ভিসের কর্মীরা ময়মনসিংহের গাঙ্গিনারপাড়ের হকার্স মার্কেটের আগুন সময়মতো নিয়ন্ত্রণে আনতে পারেননি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা। এ কারণে মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কোনও মালামাল বের করা সম্ভব না হওয়ায় কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও জানিয়েছেন, ঘটনাস্থলের আশপাশে পুকুর বা পানির অন্য কোনও উৎস নেই।  সময়মতো পানি পেলে ক্ষতির পরিমাণ কিছুটা কম হতো।

হকার্স মার্কেটের রাজু গার্মেন্টেসের স্বত্বাধিকারী রাজু হোসেন বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে মার্কেটের কাশেম ও শিপুর দোকানে প্রথমে ছোট আকারে  আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে ৭টার দিকে কর্মীরা গাড়ি নিয়ে আসেন। ফায়ার সার্ভিস কর্মীরা পানি ছাড়া আসায় আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। আশপাশে কোথাও পানি না পেয়ে প্রায় ১ ঘণ্টা পরে বিদ্যাময়ী গার্লস স্কুলের পুকুর থেকে পানি এনে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা। ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে মার্কেটের সব দোকানপাট পুড়ে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছে।’ গাঙ্গিনারপাড়ে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আহাজারি

কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ‘বুধবার বিক্রি করা মালামালের ৮৩ হাজার টাকাসহ দোকানের ড্রয়ারে সাড়ে ৩ লাখ টাকা রাখা ছিল। গতকালও ১ লাখ টাকার নতুন জামা কাপড় ঢাকা থেকে এসেছে। এছাড়া দোকানে মজুত ছিল প্রায় ১০-১২ লাখ টাকার মালামাল। নগদ টাকাসহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন পথের ভিখারি হয়ে গেছি।’

শুধু রাজু না, মার্কেটের আশপাশে শত শত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা নিঃস্ব হওয়ার বেদনায় আহাজারি করছেন। দোকানদার আমজাদ আলী জানান, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা সঙ্গে পানির ট্যাংক না আনায় আগুন নেভাতে বেশি সময় লেগেছে। এ কারণেই সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।’

হকার্স মার্কেটের দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মোখলেছুর রহমান জানান, ‘একমাত্র ফায়ার সার্ভিস কর্মকর্তাদের গাফিলতির কারণেই বড় আকারের ক্ষতিতে পরেছে ব্যবসায়ীরা। তারা কোনোভাবেই এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না। আমি ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।’ ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শহিদুর রহমান

এদিকে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শহিদুর রহমান পানির ব্যবস্থা না থাকায় কাজ শুরু করতে দেরি হয়েছে স্বীকার করেছেন। তিনি জানান, ‘গাঙ্গিনারপাড় ব্যস্ত এলাকা। এখানে আশপাশে কোথাও পুকুর নেই।  ২শ’ মিটার দূরে বিদ্যাময়ী গার্লস স্কুলের পুকুর থেকে পানি এনে কাজ করতে একটু সময় লেগেছে। তবে সময়মতো পানি পেলে ক্ষতির পরিমাণ কিছুটা কম হতো।’

এদিকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট নায়িরুজ্জামানকে প্রধান করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে হকার্স মার্কেটে আগুন লাগে। । পরে ময়মনসিংহ ও আশপাশের বিভিন্ন উপজেলার ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে হকার্স মার্কেটের সব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মার্কেটের আশপাশের বেশ কিছু দোকানও পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন- 

‘সবকিছু পুড়ে ছাই, সংসার চালাবো কীভাবে’

ময়মনসিংহে হকার্স মার্কেটে দেড়শ' দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতির শঙ্কা

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প