X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সাদুল্যাপুরে হতদরিদ্রদের ১৭৬ বস্তা চাল জব্দ

গাইবান্ধা প্রতিনিধি
১৩ জুন ২০১৮, ১৭:২৪আপডেট : ১৩ জুন ২০১৮, ১৭:৩৫

জব্দ করা চাল (ছবি- প্রতিনিধি)

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে অভিযান চালিয়ে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ১৭৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ জুন) ভোরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় কুমার মহন্তের নেতৃত্বে একদল পুলিশ ইউনিয়ন পরিষদের পিছনে আজাদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এ  চাল উদ্ধার করে।

এ ব্যাপারে সঞ্জয় কুমার মহন্ত বলেন, ‘আজাদুল ইসলামের বাড়ি থেকে ভিজিএফের ৫০ কেজি ওজনের ১৭৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। এসময় অভিযুক্ত ব্যবসায়ী আজাদুল ইসলাম পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

সাদুল্যাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, ঈদ উপলক্ষে ধাপেরহাট ইউনিয়নের ৩৭৮৫ জন হতদরিদ্রদের জন্য মাথাপিছু ১০ কেজি করে মোট ৩৭ দশমিক ৮৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চত্বরে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণের কথা ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধি ও এক শ্রেণির দালাল সুষ্ঠুভাবে বিতরণ না করে তিন-চতুর্থাংশ চাল কালোবাজারে বিক্রি করেছে বলে অভিযোগ উঠে। এ অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে চাল উদ্ধার করেছে। এ ছাড়া, সাদুল্যাপুর উপজেলার অন্য ইউনিয়নগুলোতে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ধাপেরহাট ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য লাইলি বেগম বলেন, ‘দুই-তিনটি ওয়ার্ডের কিছু হতদরিদ্র মানুষ চাল পেলেও তাদের ওজনে কম দেওয়া হয়। এ ছাড়া, হতদরিদ্রদের নামে স্লিপ তৈরি করে তা ব্যবসায়ীর কাছে বিক্রি করে চেয়ারম্যানসহ কয়েকজন ইউপি সদস্য। এতে বাধা দিলে আমাকে লাঞ্চিত করে চেয়ারম্যানের লোকজন। এ ঘটনা জানাজানি হলে পরিষদ চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।’

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সুষ্ঠুভাবেই ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। চাল উত্তোলনের পর ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছে হতদরিদ্ররাই। সেই চাল প্রশাসন উদ্ধার করেছে। এখানে চাল বিক্রি বা উদ্ধারের সঙ্গে পরিষদের কেউ জড়িত নয়। মূলত এটি আমার বিরুদ্ধে এক ধরনের পরিকল্পিত ষড়যন্ত্র।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?