X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ওসমানীর ওসিসি থেকে সঠিক রিপোর্ট পাওয়া নিয়ে শঙ্কায় সেই স্কুলছাত্রীর পরিবার

তুহিনুল হক তুহিন, সিলেট
১৭ জুলাই ২০১৮, ১৯:৪৮আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৪:১৫

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে সঠিক রিপোর্ট পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে এ হাসপাতালে ‘ধর্ষণে’র শিকার হওয়া স্কুলছাত্রীটির পরিবার। মঙ্গলবার (১৭ জুলাই) বিকালে বাংলা ট্রিবিউনের কাছে এ শঙ্কা প্রকাশ করেন ওই ছাত্রীর বাবা।

গতকাল সোমবার বিকালে ঘটনার শিকার স্কুলছাত্রীকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। এর চার ঘণ্টা পর তাকে ওসিসি থেকে ছাড়পত্র দেওয়া হয়।

এ ব্যাপারে ওই স্কুলছাত্রীর বাবা বলেন, ‘ওসিসিতে মেয়ের যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে কিনা, আমার সন্দেহ হচ্ছে। সব কিছু এত দ্রুত হওয়ায় সঠিক রিপোর্ট নিয়ে আশঙ্কা করছি।’

তিনি আরও বলেন, ‘ঘটনা ঘটেছে ওসমানী হাসপাতালে। অভিযুক্ত ব্যক্তি ওই হাসপাতালেরই একজন ইন্টার্ন চিকিৎসক। এখানেই আবার মেয়ের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেজন্য সঠিক রিপোর্ট পাওয়া নিয়ে মনের মধ্যে ভয় কাজ করছে।’ আজ (মঙ্গলবার) সিলেট মেট্রোপলিটন তৃতীয় আদালতের বিচারক হরিদাস কুমারের কাছে ওই স্কুলছাত্রী ধর্ষণ মামলার ২২নং ধারায় জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি।

ভর্তির চার ঘণ্টার মাথায় ওই স্কুলছাত্রীকে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে ওসমানী মেডিক্যালের ওসিসির দায়িত্বে থাকা এসআই শাহীন পরাভিন বলেন, ‘সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা শেষে সোমবার (১৬ জুলাই) বিকালে ওই স্কুলছাত্রীকে তার বাবার জিম্মায় দেওয়া হয়।’ তবে ঘটনার শিকার মেয়েটির বাবার শঙ্কার ব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই আকবর হোসাইন বলেন, ‘মঙ্গলাবার (১৭ জুলাই) ২২নং ধারায় ওই স্কুলছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছে। সে আদালতকে জানিয়েছে, নানির ব্যবস্থাপত্র নেওয়ার জন্য তাকে হাসপাতালের ৪র্থ তলার ৭নম্বর ওয়ার্ডে ডেকে পাঠায় ইন্টার্ন চিকিৎসক মাকামে মাহমুদ মাহী। সে সেখানে গেলে ওই চিকিৎসক দরজা বন্ধ করে দেয় এবং তাকে ধর্ষণ করে।’

তিনি আরও বলেন, ‘ওই স্কুলছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত। ধর্ষণের ঘটনার তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাহায্য নেওয়া হবে। ঊর্ধ্বতনদের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত রবিবার (১৫ জুলাই) রাত দেড়টার দিকে ওসমানী মেডিক্যালের নাক-কান-গলা বিভাগের ইন্টার্ন চিকিৎসক মাকামে মাহমুদ মাহী নবম শ্রেণির ওই স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরদিন সোমবার (১৬ জুলাই) দুপুরে হাসপাতাল থেকে অভিযুক্ত চিকিৎসককে পুলিশ আটক করে। এদিন রাতে স্কুলছাত্রীর বাবা কোতোয়ালী থানায় মাহীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন (মামলা নং-২৬)। পরে মাহীকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করলে আদালতের বিচারক মোসতাইন বিল্লাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন- 

চিকিৎসক মাহী কারাগারে, ধর্ষণ মামলা দায়ের

‘ধর্ষণের কথা কাউকে না জানাতে হুমকি দেয় ডাক্তার মাহী’

ওসমানী মেডিক্যালে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইন্টার্ন চিকিৎসক আটক

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিচু নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
লিচু নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
টিভিতে আজকের খেলা (২০ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ মে, ২০২৪)
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ