X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বান্দরবানে কোরবানির গরু বেচছেন পাহাড়ি নারীরাও

বান্দরবান প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, ১৯:৪৬আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২০:০৯


বান্দরবানে জমে উঠেছে পশুর হাট। গরু বেচতে এসেছেন পাহাড়ি নারীরাও
বান্দরবানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, গরুর দাম গত বছরের মতো থাকায় বেচাকেনাও হচ্ছে ভালো। তবে আরেকটু ভালো দামের আশায় এখনও অনেক বিক্রেতা হাতের রশি ছাড়ছেন না। বিক্রেতাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রয়েছেন পাহাড়ি নারী। আজ শনিবার (১৮ আগস্ট) বান্দরবানের বালাঘাটার পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।

বালাঘাটা বাজারের পাশে একটি আম বাগানের নিচে বসেছে অস্থায়ী পশুর হাট। স্থানীয়রা এর নাম দিয়েছেন ‘গরু বাজার’। এ বাজারে পাহাড়ি-বাঙালি মিলে ৫ শতাধিক গরু বিক্রেতা গরু বেচতে এসেছেন। দিনের আলো থাকা পর্যন্ত চলে এই বাজারের কেনাবেচা। শনিবার এখানে বিক্রি হয়েছে শতাধিক গরু। বিক্রেতাদের একটা উল্লেখ্যযোগ্য অংশ নারী। কোরবানির ঈদ উপলক্ষে এই গরু বাজারে নিজেদের পালিত গরু বেচতে তাদের অনেকে এসেছেন দূর-দূরান্তের পাহাড়ি গ্রামগুলো থেকে।

বান্দরবানের বালা ঘাটা গরুর বাজারে ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে এক পাহাড়ি নারী
গরুর বাজারে আসা এক নারী বিক্রেতা উম্রাচিং মারমা বলেন, ‘আমি বাকী ছড়া থেকে আমার গরু বেচার জন্য নিয়ে আসছি। তবে যতটুকু দাম আশা করছিলাম তার চেয়ে দাম অনেকটা কম।’
আরেক বিক্রেতা ফোরকানের সঙ্গে আলাপ করলে তিনি বলেন, ‘এ বছরে দাম অনেকটা গত বছরের মতো, কম। তারপরও আশা করছি ভালো দামে গরুটি বিক্রি করতে পারবো। তিনি বলেন, আমি দুটো গরু নিয়ে বাজারে আসছি। একটি ৮০ হাজার টাকা ও অপরটি ৭০ হাজার টাকা দাম হেঁকেছি। তবে ক্রেতারা অনেক কম বলছেন।’
কোরবানির ঈদের চার দিন বাকি থাকলেও এরইমধ্যে অনেকে গরু কেনার কাজ শেষ করে ফেলছেন।  এমন একজন ক্রেতা শানু। তিনি বলেন, ‘আমি আমার গরুটি আজ বালাঘাটা বাজার থেকে ৮০ হাজার টাকায় কিনেছি ।’

বান্দরবানে অস্থায়ী হাটে ওঠা গরু
গরুর হাসিল উত্তোলনকারী মো. খোরশেদ জানান,  এই হাটে ৩০ হাজার টাকা পর্যন্ত দামের গরুর জন্য ৩শ’ টাকা, এর ওপরে ৫০ হাজার টাকা পর্যন্ত দামের গরুর  জন্য ৫শ’ টাকা, ৫১ হাজার থেকে ৭৫ হাজার টাকা দামের গরুর জন্য ৭শ’ টাকা ও এর ওপরে ১ লাখ টাকা পর্যন্ত দামের গরুর জন্য ১ হাজার টাকা হাসিল নিচ্ছি।

বান্দরবানে জমে উঠেে গরু বাজার
এ ব্যাপারে গরু বাজারের আহ্বায়ক মো. কামাল মেম্বার বলেন, আজ গরু বাজারে ক্রেতা-বিক্রেতা দুটোই বেশি। সকালে থেকে প্রায় শতাধিক গরু বিক্রি হয়েছে। তবে ঈদের এখনও চারদিন দেরি থাকায় পালনের অসুবিধা এবং রবিবার বান্দরবানে, সোমবার কালাঘাটা ও মঙ্গলবার বালাঘাটায় গরু বাজার থাকায় বেচাকেনা অনেকটা কম। সামনের তিন দিন বাজারগুলোতে আরও বেশি বেচাকেনা হবে বলেও আশা করেন তিনি।
এছাড়াও গরু বাজারের পাশে জাল নোট শনাক্ত করার জন্য রূপালী ব্যাংকের এজেন্ট ও গরুকে কোনও ধরনের ওষুধ খাওয়ানো হয়েছে কিনা তা শনাক্ত করার জন্য পশু ডাক্তারও রয়েছে।


/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিচু নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
লিচু নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
টিভিতে আজকের খেলা (২০ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ মে, ২০২৪)
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ