X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

৬ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলের শ্রমিকরা আন্দোলনে

খুলনা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:১০

পাটকল (ফাইল ছবি) ৬ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলের শ্রমিকরা লাগাতার আন্দোলন কর্মসূচি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের এ আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন তারা। তবে আপাতত শ্রমিকরা আগামী ৫ অক্টোবর পর্যন্ত টানা আন্দোলন করার ঘোষণা দিয়ে রাজপথে নেমেছেন।

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, জাতীয়করণ বিল-২০১৮ বাতিল, পাট ক্রয়ের অর্থ বরাদ্দ, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরি, বেতন বদলী শ্রমিক স্থায়ীকরণ, অবসরকৃত/চাকরিচ্যুত শ্রমিক কর্মচারীদের পাওনা পিএফ-গ্র্যাচুইটি পরিশোধসহ ১১ দফা দাবি এখন ৬ দফা দাবিতে নামিয়ে আনা হয়েছে। শ্রমিকদের মূল দাবি, মজুরি কমিশন ঘোষণা ও তার বাস্তবায়ন। এ আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ পরিষদ নামে শ্রমিক সংগঠন।

বৃহস্পতিবার সকালে খুলনার খালিশপুর, ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর, স্টার, আটরা শিল্প এলাকার ইস্টার্ন, আলিম ও নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং ও জেজেআই (যশোর জুট ইন্ডাস্ট্রি) এর শ্রমিকরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় শ্রমিক নেতা মো. সোহরাব হোসেন জানান, ‘শ্রমিকদের ডাকা কর্মসূচি অনুযায়ী শুক্রবার (১৪ সেপ্টেম্বর) পিপলস গোল চত্বরে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ সেপ্টেম্বর পাট অধ্যুষিত জেলাগুলোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, ১৮ সেপ্টেম্বর লাল পতাকা মিছিল, ২০ সেপ্টেম্বর রাজপথে লাঠি মিছিল, ২১ সেপ্টেম্বর একসঙ্গে নরসিংদী ও খালিশপুরে শ্রমিক সমাবেশ, ২২ সেপ্টেম্বর বাংলাদেশ জুট মিলের সামনে গেট সভা ও শ্রমিক বিক্ষোভ, ২৩ সেপ্টেম্বর হাফিজ জুট মিলে সারাদেশের পাটকল শ্রমিক নেতাদের বৈঠক, ২৪ সেপ্টেম্বর আমিন জুট মিলে একই কর্মসূচি, ২৭ সেপ্টেম্বর রাজপথে কফিন মিছিল, ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজপথ, রেলপথ অবরোধ, ২ অক্টোবর আবারও রাজপথ-রেলপথ অবরোধ, ৫ অক্টোবর পিপলস গোল চত্বরে শ্রমিক জনসভা এবং পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে।’

সিনিয়র পাট শ্রমিক আব্দুল মালেক জানান, ‘গত ৩০ বছর আমি ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক হিসাবে কাজ করেছি। নিয়মিত মজুরি কবে পেয়েছি তা ভুলে গেছি। মিলে উৎপাদনের জন্য পাট নেই, মজুরি নেই। পাটকল নিয়ে আর কতবার রাজপথে নামতে হবে?’ অবিলন্বে পাট কেনার মাধ্যমে মিলের উৎপাদনের চাকা আবারও সচল করার দাবি জানিয়েছেন তিনি।

প্লাটিনাম জুট মিলের শ্রমিক খলিলুর রহমান বলেন, ‘সরকার মজুরি কমিশন ঘোষণা দিয়ে কেন বস্তবায়ন করছে না? অবিলম্বে আমাদের মজুরি কমিশন বাস্তবায়ন করার জোর দাবি জানাই।’

আরও পড়ুন- বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই