X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে ইস্পাতবাহী ট্রাক খাদে পড়ে মা-মেয়ে নিহত

বগুড়া প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৪

শাজাহানপুরে ইস্পাতবাহী ট্রাক খাদে বগুড়ার শাজাহানপুরের ফটকি ব্রিজ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ইস্পাতবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। ট্রাকের ওপর বেশকিছু লোক ছিলেন। ওই আরোহীদের মধ্যে মা ও মেয়ে নিহত এবং তাদের তিন স্বজন আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশের ধারণা, ট্রাক চালক ঘুম ঘুম চোখে ট্রাক চালাচ্ছিলেন এবং সামনে আসা একটি ট্র্রাককে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে এটি খাদে পড়ে যায়। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদরের শাহ্পাড়ার আবদুল কাইয়ুমের স্ত্রী জাহেদা বেগম (৪৫) ও তার মেয়ে একই এলাকার জনি মিয়ার স্ত্রী সাবিনা বেগম (২৪)। আহত হয়েছেন আবদুল কাইয়ুম, জনি মিয়া ও তার শিশুপুত্র আরমান (৪)। শাজাহানপুরে ইস্পাতবাহী ট্রাক খাদে

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের কুন্দারহাট ফাঁড়ির এসআই কাজল নন্দী জানান, আহত কাইয়ুম ও জনি ঢাকার সাভারে কোনও গার্মেন্টসে কাজ করেন। সেখানে তারা পরিবার নিয়ে বসবাস করেন। বুধবার তারা সাভার থেকে ইস্পাতবাহী ট্রাকের ডালায় করে ঠাকুরগাঁও ফিরছিলেন। বেলা পৌঁছে ১২টার দিকে ট্রাক বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা ফটকি ব্রিজ এলাকায় মহাসড়কে পৌঁছে। এ সময় ট্রাক চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন। হঠাৎ সামনে একটি খালি ট্রাক দেখতে পেয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ইস্পাতবাহী ট্রাকটি ব্রিজের আগে রেলিং ভেঙে খাদে উল্টে পড়ে যায়। ট্রাক ও ইস্পাতের চাপায় ঘটনাস্থলে জাহেদা বেগম ও তার মেয়ে সাবিনা বেগম মারা যান। আহত হন জাহেদার স্বামী আবদুল কাইয়ুম, সাবিনার স্বামী জনি মিয়া ও ছেলে আরমান।

হাইওয়ে পুলিশ ও বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টার চেষ্টায় হতাহতদের এবং ট্রাকটি উদ্ধার করেন। আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে।

শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদল জানান, নিহতের লাশ বাড়িতে পৌঁছানো ও আহতদের চিকিৎসার ব্যয় উপজেলা প্রশাসন বহন করবে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই