X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সাগরে প্রতিমা বিসর্জন যেন সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন-মেলা

আবদুল আজিজ, কক্সবাজার
২০ অক্টোবর ২০১৮, ০১:১৯আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০৩:০৪

 

সাগরে প্রতিমা বিসর্জন যেন সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন-মেলা
প্রতিবারের মতোই এ বছরও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দেওয়া হয়েছে প্রতিমা বিসর্জন। মূলত হিন্দু ধর্মীয় উৎসবের অংশ হলেও সাগর পাড়ের প্রতিমা বিসর্জন পরিণত হয়েছিল একটি সার্বজনীন উৎসবে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধসহ অন্যান্য ধর্মের মানুষও ওই উৎসবে যোগ দেন।  এদিন কক্সবাজার সৈকতে লক্ষাধিক মানুষের সমাবেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির এক মিলন-মেলায় রূপ নেয়।

শুক্রবার (১৯ অক্টোবর) বেলা ৩টা থেকেই কক্সবাজার জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিমা আসতে শুরু করে সাগর পাড়ে। বিকাল ৫টা পর্যন্ত আসতে থাকে এসব প্রতিমা। প্রতিমার সঙ্গে ঢাক-ঢোলের তালে তালে, রং মেখে, নাচ-গান করতে করতে অংশ নেন হাজার হাজার মানুষ। দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজার শেষ আনুষ্ঠানিকতা বিসর্জনে সাগর পাড় মানুষে ভরে ওঠে। যে দিকে চোখ যায় মানুষ আর মানুষ। এই উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বী মানুষই নয়, ভিড় করেছিলেন মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানরাও।

স্থানীয়রা জানান, প্রতিবছর বিজয়া দশমীতে কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক  মানুষের সমাবেশ ঘটে। তবে এবারের ভিড় অন্যান্যাবারের চেয়ে বেশি ছিল। এবার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে দক্ষিণে কলাতলী পয়েন্ট আর উত্তরে হোটেল শৈবাল পয়েন্ট পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার সৈকত ছিল লোকে লোকারণ্য। সেখানে প্রায় দেড় লাখ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আর এর মধ্যে হিন্দুদের চেয়ে অন্যান্য ধর্মের মানুষই বেশি ছিলেন।

কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পূজা উদযাপন কমিটি সমুদ্র সৈকতে বিজয়া দশমির বিসর্জন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব বাবুল শর্মা।

সাগরে প্রতিমা বিসর্জন যেন সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন-মেলা

কমিটির সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ জানান, এবার জেলার বিভিন্ন উপজেলায় মোট ৩০১টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছে। এর মধ্যে দেড় শতাধিক প্রতিমা কক্সবাজার সমুদ্র সৈকতে বিসর্জন দেওয়া হয়েছে।

এ বছর  প্রতিমা বিসর্জনে নতুন মাত্রা যোগ করেছিল সাগরপাড়ে সংগীতায়োজন। সাগরপাড়ে সাজানো মঞ্চের গানের তালে তালে দেবী দুর্গাকে সাগরে বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে সাগরপাড়ে প্রতীমা বিসর্জন দিতে আসা বৃদ্ধা সাধনা দাশের কাছে এই আনুষ্ঠানিকতাটি বেদনার। তিনি বলেন, দেবী দুর্গা বছরে একবারই আসেন। অল্পদিনেই তাকে বিদায় দিতে হয় বলে মনে যন্ত্রণাটা থেকেই যায়।

প্রতিমা বিসর্জন উৎসবটি শিশু-কিশোর আর তরুণদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। পূজার অন্যান্য আনুষ্ঠানিকতার চেয়ে আনন্দই এখানে প্রধান থাকে। তারা রং ছিটিয়ে ঢোলের তালে তালে নাচছিল। প্রতিমার সঙ্গে নাচতে নাচতে তারাও নেমে পড়ে সাগরে। এই অনুষ্ঠানের আনন্দও ছড়িয়ে পড়ে সেখানে উপস্থিত সব ধর্মের মানুষের মধ্যে। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে আসা তরুণী রুম্পা দাশ এই অনুষ্ঠানকে শুধু হিন্দু ধর্মীয় উৎসব বলার চেয়ে বাঙালি জাতির একটি সাম্প্রদায়িক সম্প্রতির উৎসব বলতেই বেশি পছন্দ করেন।  তিনি বলেন, ‘এটা তো কেবল বিসর্জনই নয়, উৎসবপ্রিয় বাঙালির আরেকটি আনন্দের উপলক্ষ।’ কক্সবাজারের বাসিন্দা প্রিয়ম দাশ মনে করেন, বিজয়া দশমী একটি অসাম্প্রদায়িক উৎসব। এখানে হিন্দুদের চেয়ে মুসলমানরাই যোগ দেন বেশি। তার কাছে সাগরপাড়ের প্রতিমা বিসর্জন বাঙালির একটি সম্প্রীতির উৎসব।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু