X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

দেশের গণতন্ত্রে রাজাকার ড. কামাল: ইনু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ১৯:৩৪আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৯:৪৮

কথা বলছেন হাসানুল হক ইনু (ছবি– প্রতিনিধি)

দেশের গণতন্ত্রের ইতিহাসে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন রাজাকার, এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘ড. কামাল হোসেন বাংলাদেশের গণতন্ত্রে রাজাকার। বিএনপি-জামায়াত তাকে ঢাল হিসেবে ও উকিল হিসেবে ব্যবহার করছে।’

শনিবার (২০ অক্টোবর) বিকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাসদের একটি জনসভায় বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘ঐক্যফ্রন্ট হঠাৎ গজিয়ে ওঠা এক ফ্রন্ট। তাদের দাবির সারকথা হচ্ছে, সাজাপ্রাপ্ত হত্যাকারী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ যুদ্ধাপরাধী ও খুনিদের মুক্ত করা। এ ছাড়া, নির্বাচনের আগে তথাকথিত নির্দলীয় সরকারের নামে আসলে একটি ভূতের সরকার বা অস্বাভাবিক সরকার গঠনের দাবি তাদের। এ দুই দাবি কার্যত নির্বাচন বর্জন ও বানচালের পাঁয়তারা। যুক্তফ্রন্টের এই দাবিগুলোর সঙ্গে জনগণের কোনও সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত কারাগার ও আদালতের বারান্দা থেকে রাজনীতির মাঠে আবার হালাল হওয়ার চেষ্টা চালাচ্ছে। এর সঙ্গে জনগণ বা গণতন্ত্রের কোনও সম্পৃক্ততা নেই।’

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মন্ত্রী বলেন, ‘সাইবার জগতকে নিরাপত্তা বিধান, জনগণের নিরাপত্তা বিধান, শিশু ও নারীর নিরাপত্তা বিধান এবং রাষ্ট্রের নিরাপত্তা বিধানের জন্যে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয়েছে। এর সঙ্গে গণমাধ্যমের কোনও সম্পর্ক নেই। গণমাধ্যমকর্মীরা নির্ভয়ে কাজ করবেন, এতে তাদের কোনও সমস্যা নেই।’

আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সারোয়ারে সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন হাসানুল হক ইনু।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে বজ্রাঘাতে একজনের মৃত্যু
সিলেটে বজ্রাঘাতে একজনের মৃত্যু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?