X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরাজগঞ্জে আ. লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, গুলি

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৬

সিরাজগঞ্জে আ. লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জগদীশ চন্দ্র সাহার বাড়িতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। খবর পেয়ে বুধবার (১২ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এই হামলা চালিয়েছে এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।

বুধবার সকালে সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু ও সাধারণ সম্পাদক সঞ্জয় সাহাসহ আওয়ামী লীগ এবং পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা জগদীশ চন্দ্র সাহার বাড়ি পরিদর্শন করেন।

স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান রতন জানান, মঙ্গলবার গভীর রাতে মোটরসাইকেলে করে ১০/১২ জন সন্ত্রাসী জগদীশের বাড়ির পেছনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড গুলিবর্ষণ করে। বিস্ফোরণের শব্দে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সিরাজগঞ্জে আ. লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা গুলি ছোড়ার কথা বললেও ঘটনাস্থল থেকে কোনও গুলির খোসা খুঁজে পাওয়া যায়নি।’

শিয়ালকোল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সদর থানা পুলিশের ট্যাগ অফিসার উপ-পরিদর্শক আবু জাফর বুধবার দুপুরে জানান, ‘ঘটনার বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে মামলা হলে তন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা নির্বাচনি সুষ্ঠ পরিবেশ বিঘ্ন ঘটাতে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে এ ধরনের হামলা চালিয়েছে।’ তবে এ ঘটনার সঙ্গে বিএনপির কেউ দায়ী নন মন্তব্য করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, ‘সোমবার রাতে ধুকুরিয়া গ্রামে যুবদল নেতা ইসহাকের বাড়ি ও গরুর খামারে হামলা ও অগ্নিসংযোগ এবং দোকানপাটে লুটপাট করে একদল দুর্বত্ত।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ