X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসকে ঘিরে বিভিন্ন স্থানে লাল-সবুজের ফেরিওয়ালা

হিলি প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ১৭:০৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৫

লাল-সবুজের ফেরিওয়ালা আর মাত্র কয়েকদিন পরেই ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। এই দিনটিকে সামনে রেখে দিনাজপুরের হিলিসহ আশপাশের এলাকায় জাতীয় পতাকার বিক্রি অনেক বেড়ে গেছে। ফেরিওয়ালারা হিলি স্থল বন্দরসহ উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছেন।

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জন্ম হয়েছে স্বাধীন বাংলাদেশের। আমরা পেয়েছি লাল-সবুজ পতাকা। জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সেই দিনটিকে কেন্দ্র করে চারদিকে লাল-সবুজের ফেরিওয়ালাদের কাঁধে পতপত করে উড়ছে বিজয়ের নিশান। ডিসেম্বরের শুরুতেই হিলির বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে পতাকা। ফেরিওয়ালাদের কাঁধে কাঁধে উড়ছে নানা আকারের জাতীয় পতাকা। গত বছরের তুলনায় এবার বিজয়ের মাসে হিলি মুক্ত দিবস ও ১৬ ডিসেম্বরকে ঘিরে হিলির বিভিন্ন জায়গায় পতাকা বিক্রি অনেক বেড়েছে। আগামী কয়েকদিন বিক্রি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

হিলি বাজারে পতাকা বিক্রি করতে আসা পতাকা বিক্রেতা নুরুজ্জামান সরকারের সঙ্গে কথা বললে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, জীবিকার জন্যই শুধু এই পতাকা বিক্রি করা নয়। এ পেশার মধ্যে রয়েছে দেশাত্মবোধ ও দেশপ্রেম। প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে তিনি ফেরি করে পতাকা বিক্রি করেন।

আরেক পতাকা বিক্রেতা সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সংসারে অভাবের কারণে পড়ালেখা তেমন একটা করতে পারেননি। ভাষা আন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এসব বিষয়ে কিছুই জানেন না। তবে তিনি জানেন, এই দেশ স্বাধীন হতে নয় মাস সময় লেগেছে। বেঁচে থাকার জন্য ভয়াবহ যুদ্ধ হয়েছে। তিরিশ লাখ মানুষের জীবন ও দুই লাখের বেশি মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে জন্ম হয়েছে এই দেশের। সেই অনুভূতি, সেই ভালোবাসা থেকেই বেশ কয়েক বছর ধরে পতাকা বিক্রি করেন তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ২ শিশুসন্তানের মৃত্যু
পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ২ শিশুসন্তানের মৃত্যু
ভারত সিরিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির খোঁজে বাংলাদেশ
ভারত সিরিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির খোঁজে বাংলাদেশ
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই